ক্যানিং হাসপাতালের চিকিৎসা পরিষেবা আগের থেকে অনেক উন্নত হয়েছে। এই বিষয়টি নিয়ে রোগীরাও সন্তুষ্ট। কিন্তু হাসপাতালের পরিবেশ নিয়ে তাদের মনে প্রশ্ন আছে। বিশেষ করে হাসপাতালের অভ্যন্তরে কুকুর-বিড়ালের দাপাদাপিতে রীতিমত বিরক্ত সকলে। জানা গিয়েছে অনেক সময় রোগীর খাবার পর্যন্ত খেয়ে নিচ্ছে সারমেয় ও মার্জারকুল! তারা আঁচড়ে কামড়ে নিলে বিপদ আরও বাড়বে বলে আশঙ্কা রোগীর পরিজনদের।
advertisement
হাসপাতলে কুকুর-বিড়ালের উৎপাতের অভিযোগ কানে গিয়েছে ক্যানিং মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডলের। তিনি দ্রুত কড়া পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছেন। বলেন, ক্যানিং মহকুমা হাসপাতালে প্রতিদিনই চিকিৎসার জন্য হাজার হাজার রোগী আসে। এভাবে কুকুর-বিড়াল ঘুরে বেড়ালে তাঁদের সমস্যা হবে। ইতিমধ্যেই হাসপাতালে সুপারকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বিধায়ক।
সুমন সাহা