TRENDING:

South 24 Parganas News: ক্যানিং হাসপাতালে রোগীর খাবার খেয়ে নিচ্ছে কুকুর-বিড়াল!

Last Updated:

হাসপাতালের চিকিৎসা পরিষেবার মান অনেক উন্নত হলেও কুকুর-বিড়ালের উৎপাতে অতিষ্ঠ রোগীরা। তাঁদের খাবারও খেয়ে নিচ্ছে সরমেয় ও মার্জারকুল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের সবচেয়ে বড় সরকারি চিকিৎসা কেন্দ্র ক্যানিং মহকুমা হাসপাতাল। এই হাসপাতালে প্রতিদিনই দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন সহ বহুৎ অত্যন্ত এলাকার মানুষ চিকিৎসা করতে আসেন। অথচ সেখানেই অবাধে ঘুরে বেড়াচ্ছে কুকুর-বিড়াল। রোগীদের শয্যায় পর্যন্ত উঠে পড়ছে তারা। এই অবস্থায় আতঙ্কে ভুগছেন হাসপাতালে আসা রোগী থেকে শুরু করে তাঁদের পরিজনরা।
advertisement

ক্যানিং হাসপাতালের চিকিৎসা পরিষেবা আগের থেকে অনেক উন্নত হয়েছে। এই বিষয়টি নিয়ে রোগীরাও সন্তুষ্ট। কিন্তু হাসপাতালের পরিবেশ নিয়ে তাদের মনে প্রশ্ন আছে। বিশেষ করে হাসপাতালের অভ্যন্তরে কুকুর-বিড়ালের দাপাদাপিতে রীতিমত বিরক্ত সকলে। জানা গিয়েছে অনেক সময় রোগীর খাবার পর্যন্ত খেয়ে নিচ্ছে সারমেয় ও মার্জারকুল! তারা আঁচড়ে কামড়ে নিলে বিপদ আরও বাড়বে বলে আশঙ্কা রোগীর পরিজনদের।

advertisement

আরও পড়ুন: খিদে পেটে সঙ্গীত চর্চা, খিদে মিটতে সঙ্গীত‌ই ভরসা! দুঃস্থ প্রবীণ শিল্পীকে আজ‌ও গান গেয়েই ঘরের ভাত জোটাতে হয়

হাসপাতলে কুকুর-বিড়ালের উৎপাতের অভিযোগ কানে গিয়েছে ক্যানিং মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডলের। তিনি দ্রুত কড়া পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছেন। বলেন, ক্যানিং মহকুমা হাসপাতালে প্রতিদিনই চিকিৎসার জন্য হাজার হাজার রোগী আসে। এভাবে কুকুর-বিড়াল ঘুরে বেড়ালে তাঁদের সমস্যা হবে। ইতিমধ্যেই হাসপাতালে সুপারকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বিধায়ক।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ক্যানিং হাসপাতালে রোগীর খাবার খেয়ে নিচ্ছে কুকুর-বিড়াল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল