আরও পড়ুন- টিউশন পড়তে বেরিয়ে আর ফিরল না ছেলে! ঝোপের মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় মিলল দেহ!
প্রতি বছরই জেলাগুলিকে উদ্যানপালন দফতর বিভিন্ন ফল গাছের চারা দেয়। একেকটি আম বাগান তৈরির জন্য কয়েকটি ব্লককে চিহ্নিত করা হয়েছে। যেমন আম্রপালির চারার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে গোসাবা, ক্যানিং ১ ও ২, মথুরাপুর ১ এবং ভাঙড় ১ নম্বর ব্লক।
advertisement
তেমনই হিমসাগরের চারা বেশি করে রোপণ হবে কাকদ্বীপ মহকুমা এবং মগরাহাট ১, মথুরাপুর ২ এবং ভাঙড় ১ নম্বর ব্লকে। বারুইপুরে আলফান্সো এবং বারোমাসি আমের বাগান করার জন্য বেশি চারা দেওয়া হবে।
আরও পড়ুন- আমাদের জাতীয় মিষ্টি কী বলুন তো? রসগোল্লা নয় কিন্তু…
জেলার তথ্য অনুযায়ী, গতবার ছয় প্রজাতির আমগাছের চারা বিলি করা হয়েছিল। এ নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার বন ও ভূমির স্থায়ী সমিতির সদস্য উদয় হালদার জানিয়েছেন, এই আমগাছ প্রান্তিক এলাকার মানুষজনের স্বনির্ভর হওয়ার জন্য দেওয়া হচ্ছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতেও দেওয়া হচ্ছে এই আমগাছ। এতে উপকার পাবেন অনেকেই।
নবাব মল্লিক