Student Murder Mystery: টিউশন পড়তে বেরিয়ে আর ফিরল না ছেলে! ঝোপের মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় মিলল দেহ!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Student Murdered: রিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ওই কিশোর বেথুয়াডহরিতে গৃহশিক্ষকের কাছে পড়তে গিয়েছিল।
নাকাশিপাড়া: টিউশন পড়তে বেরিয়েছিল ছেলে, সন্ধ্যা পেরিয়ে গেলেও আর ফিরল না সে। হাত-পা বাঁধা অবস্থায় দেহ মিলল তার। মৃতের নাম প্রীতম বিশ্বাস নবম শ্রেণির ছাত্র সে।
সারা দেহ তার ক্ষত-বিক্ষত অবস্থায় পড়েছিল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য নাকাশিপাড়ার পাটিকাবাড়ি গ্রামে। ছাত্রের বাড়ি ছিল ওই গ্রামেই। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ওই কিশোর বেথুয়াডহরিতে গৃহশিক্ষকের কাছে পড়তে গিয়েছিল।
advertisement
সময় পেড়িয়ে যাওয়ার পরেও প্রীতম বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন নাকাশিপাড়া থানার পুলিশের দারস্থ হন। এর পর শুক্রবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে খেলার মাঠের পাশে ঝোপের মধ্যে ওই ছাত্রের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর ঘটনাস্থলে যায় নাকাশিপাড়া থানার পুলিশ। তারা মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। কে বা কারা তাকে খুন করল, এ নিয়ে ঘনিয়েছে রহস্য। তদন্ত করছে পুলিশ।
advertisement
সমীর রুদ্র
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 20, 2024 2:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Student Murder Mystery: টিউশন পড়তে বেরিয়ে আর ফিরল না ছেলে! ঝোপের মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় মিলল দেহ!