এই দিন গঙ্গার মতো পবিত্র জলধারায় পূর্বপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ, পিন্ডদান ও অন্নপ্রদান করা হয়। গঙ্গাসাগর হল মোক্ষপ্রাপ্তির জায়গা। সেজন্য হাজার, হাজার মানুষ ছুটে আসেন এখানে। মহালয়া উপলক্ষেশুক্রবার থেকেই মানুষজন আসছেন এখানে। শনিবার ভোর থেকে শুরু হয়েছে পুণ্যস্নান ও তর্পণ। ইতিমধ্যে কয়েক লাখ পূণ্যার্থী এসেছেন সেখানে। এই বিপুল সংখ্যক পুণ্যার্থীর কথা মাথায় রেখে লঞ্চের সংখ্যা বাড়ানহয়েছে। ভেসেল পরিষেবাও সুগম করা হয়েছে।
advertisement
আরও পড়ুন:বড় রাস্তায় টোটোর দিন শেষ? সামনে এল নয়া নির্দেশিকা, শুরু চরম ক্ষোভ
বিপুল সংখ্যক যাত্রীর কথা মাথায় রেখে ভেসেলে বাইক পারাপার আপাতত বন্ধ করা হয়েছে। এই পুণ্যস্নান ও তর্পণ পুলিশি নিরাপত্তাও জোরদার করা হয়েছে। চেনা এই ছবি মনে করিয়ে দিচ্ছে গঙ্গাসাগর মেলার দৃশ্যকে। অনেক পুণ্যার্থী দাবি করছেন গঙ্গাসাগর মেলার সময় ভিড়ের কারণে তারা আসতে পারেননা। তবে মহালয়াতে তাঁরা এসে পুণ্যস্নান সেরে যান। আর এভাবেই সাগর মেলা হোক বা মহালয়ার পূণ্যতিথি ভক্তি ও বিশ্বাসের মেলবন্ধনে বারবার মিলে যায় এই পূণ্যভূমি।
নবাব মল্লিক