আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা পুজো ‘উষ্ণায়নের বিরুদ্ধে সবুজায়ন’-এর বার্তা দিচ্ছে
একাদশ শ্রেণির নিখোঁজ ছাত্রী কারিমা শেখ ঘুটিয়ারি শরিফ হাইস্কুলে পড়ে। পরীক্ষা দিতে স্কুলে গিয়ে আর বাড়ি ফেরেনি সে। সাত মাসে আগের সেই দিনটি এখনও হুবহু মনে আছে বাবা আকবর শেখ ও মা রোজিনা বিবির। সন্ধে হয়ে গেলেও মেয়ে না ফেরায় তাঁরা মেয়ের সহপাঠীদের সঙ্গে যোগাযোগ করেন। এরপর আত্মীয় পরিজনদের বাড়িতে খোঁজ করেন। কিন্তু কোথা থেকে কিছু জানতে না পেরে শেষে দারস্থ হন জীবনতলা থানার।
advertisement
অসহায় ওই দম্পতির অভিযোগ, জীবনতলা থানায় কোনরকম সহযোগিতা পাননি। তাই পরবর্তী পর্যায়ে তাঁরা বারুইপুর জেলা পুলিশের দফতরে যোগাযোগ করেন। তারপরেও থেমে থাকেননি। সরাসরি যোগাযোগ করে ভবানী ভবনে মহিলা কমিশনের দফতরে। এই খোঁজাখুঁজি করতে সাত মাস পেরিয়ে গিয়েছে। কিন্তু কোথাও থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি। তাই অবশেষে তাঁরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। স্থানীয় পঞ্চায়েত প্রধানের সাহায্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির ঠিকানায় চিঠি লিখেছেন। আকবর শেখ এবং রোজিনা বিবির একটাই আর্জি, তাঁদের মেয়েকে ফিরিয়ে দিক প্রশাসন। এই দম্পতির বিশ্বাস মুখ্যমন্ত্রী ঠিক তাঁদের কথা শুনবেন।
সুমন সাহা





