আরও পড়ুন: অত্যধিক বৃষ্টির জের, জল মিশল পাম্পের পেট্রলে! তেল ভরে বিপদে চালকরা
জলসঙ্কট দূর করার জন্য এই প্রকল্প চালু করা হলেও গত পাঁচ বছরে একটুও কাজ এগোয়নি। ফলে ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। পঞ্চায়েত ভোটের আগে এই ক্ষোভ কিছুটা হলেও অস্বস্তিতে রেখেছে শাসক দলকে। কিছু কিছু যায়গায় পরিকাঠামো গড়ে ওঠেনি এখনও, কোথাও আবার জলের পাইপ পড়ে নষ্ট হচ্ছে।
advertisement
এই প্রকল্পটি গড়ে ওঠার কথা দক্ষিণ ২৪ পরগনার নোদাখালির ডোঙারিয়ায়। সেখানে প্রকল্পের রিজার্ভার সংক্রান্ত প্রাথমিক কাজ হলেও বাকি কিছু আর এগোয়নি। কিছু ব্লকে পাইপলাইন পাতার কাজ এগোলেও বেশিরভাগটাই বাকি আছে। এই জল প্রকল্পের মাধ্যমে ডায়মন্ডহারবার ১ ও ২, ফলতা, মথুরাপুর ১ ও ২, মন্দিরবাজার, কুলপি, মগরাহাট ১ ও ২ এবং জয়নগর ব্লকে পরিশ্রুত পানীয় জল পৌঁছনোর কথা ছিল। কিন্তু গত পাঁচ বছরে প্রত্যাশা অনুযায়ী কাজ না এগোনোয় যেটুকু কাজ হয়েছিল সেগুলো নষ্ট হতে বসেছে বহু জায়গায় পাইপ লাইনে আগাছা জন্মে গেছে। যদিও জেলা প্রশাসনের বক্তব্য জাতীয় সড়ক কর্তৃপক্ষ পাইপলাইন নিয়ে যাওয়ার অনুমতি না দেওয়াতেই কাজ থমকে আছে। তবে ২০২৪ সালের মধ্যে কাজ শেষ হয়ে যাবে বলে দাবি করা হয়েছে।
নবাব মল্লিক






