সদ্যজাত শিশুদের চিকিৎসার জন্য ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে আর্লি ইন্টারভেনশন সেন্টার খোলা হয়েছে। হাসপাতালের প্রশাসনিক ভবনের ছ’তালায় এই সেন্টার খোলা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ উৎপল দাঁ, সহকারী অধ্যক্ষ তন্ময় কান্তি পাঁজা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। হাসপাতাল সূত্রে খবর শিশুদের চিকিৎসা ও পরিচর্যার জন্য এই নতুন কেন্দ্রটি তৈরি করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: সূর্যযানের ট্র্যাকিং সিস্টেমের অন্যতম সদস্য নদিয়ার বরুণ বিশ্বাস
চিকিৎসকরা জানান, গ্রামীণ এলাকার বহু গর্ভবতী মহিলা সব সময় পুষ্টিকর খাবার পান না। তাঁরা অন্যান্য নিয়ম কানুনও ঠিকভাবে পালন করতে পারেন না। ফলে সেই মায়েদের শিশুরা জন্মানোর পর অনেক সময় শারীরিক সমস্যায় ভোগে। চোখ-কানের সমস্যার পাশাপাশি হৃদপিন্ডে ছিদ্র, মানসিক অসুস্থতার আশঙ্কা থাকে। কিন্তু জন্মের সঙ্গে সঙ্গে তা নির্ণয় করে চিকিৎসার ব্যবস্থা করা গেলে শিশুকে দ্রুত সুস্থ করা সম্ভব। নতুন সেন্টারে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই বিষয়গুলি দেখা হবে। এখানে থাকবে মেডিসিন, ইএনটি, অর্থোপেডিক ফিজিওথেরাপি, নিউরোলজি সহ বিশেষজ্ঞ চিকিৎসকরা। এই সমস্ত চিকিৎসা মিলবে বিনামূল্যে।
তবে গুরুতর সমস্যা হলে রেফার করা হবে কলকাতার হাসপাতালে। শিশু বিভাগে ভর্তির ব্যবস্থাও থাকছে। কোনও শিশু জন্মানোর পরে শারীরিক সমস্যা দেখা দিলে এই সেন্টারের সঙ্গে যোগাযোগ করা যাবে। ফোনেও যোগাযোগ করা যাবে। প্রয়োজনে তাকে ভর্তি করা হবে। শুধুমাত্র সদ্যজাত শিশু নয়, পরিষেবা পাবে ১২ বছর পর্যন্ত বালক-বালিকারাও। এখানে চিকিৎসক রয়েছেন ১০ থেকে ১২ জন।
এই নিয়ে উৎপল দাঁ বলেন, বিভিন্ন শারীরিক সমস্যা থেকে শিশুদের দ্রুত সুস্থ করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কারণ চিকিৎসায় দেরি হলে এই সমস্ত রোগ জটিল হয়ে যায়। জেলার মধ্যে প্রথম এখানেই এ ধরনের সেন্টারের উদ্বোধন হয়েছে।
নবাব মল্লিক