Nadia News: সূর্যযানের ট্র্যাকিং সিস্টেমের অন্যতম সদস্য নদিয়ার বরুণ বিশ্বাস
- Reported by:MAINAK DEBNATH
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
চন্দ্রযানের মতই সূর্যযানের ট্র্যাকিং সিস্টেমের অন্যতম সদস্য নদিয়ার বরুণ বিশ্বাস। চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রমের গোটা যাত্রা পথ ট্র্যাকিংয়ের কাজে নিযুক্ত ছিলেন বরুণ। তাতে সাফল্যের পর আরও এক গুরু দায়িত্ব বরুণ বিশ্বাসের কাঁধে।
নদিয়া: চন্দ্রযান-৩ এর সাফল্যের পর এবার ইসরোর নজরে সূর্য। ইতিমধ্যেই আদিত্য এল-১ সূর্যের উদ্দেশ্যে উড়ে গিয়েছে। জানেন কি এই সূর্যযানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নদিয়া? এর ট্র্যাকিং সিস্টেমের অন্যতম সদস্য জেলার গর্ব বরুণ বিশ্বাস!
শনিবার সকাল ১১:৫০ মিনিটে সূর্যের উদ্দেশে পাড়ি দিয়েছে ইসরোর আদিত্য এল-১। আরও একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল গোটা দেশবাসী। চন্দ্রযানের মতই সূর্যযানের ট্র্যাকিং সিস্টেমের অন্যতম সদস্য নদিয়ার বরুণ বিশ্বাস। চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রমের গোটা যাত্রা পথ ট্র্যাকিংয়ের কাজে নিযুক্ত ছিলেন বরুণ। তাতে সাফল্যের পর আরও এক গুরু দায়িত্ব বরুণ বিশ্বাসের কাঁধে। ঘরের ছেলের এই সাফল্যে আনন্দে আত্মহারা নদিয়ার কালীনারায়নপুর রাধানগরের এলাকাবাসী এবং বিশ্বাস পরিবার।
advertisement
advertisement
ভয়াবহ অভাবের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন বরুণ বিশ্বাস। গত ১০ বছর ধরে তিনি ইসরোতে কর্মরত। ছেলের এই সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে চোখের কোণ চিকচিক করে উঠল জল বাবা-মায়ের। বরুণের সাফল্যে খুশি বন্ধুরাও। গ্রামের ছেলে আজ গোটা নদিয়া তথা রাজ্যের গর্ব! ঘরের ছেলে আজ চন্দ্রযান-৩ এর সাফল্যের অংশীদার। চন্দ্রযানের সফল উৎক্ষেপণের পর বিশ্ববাসী দেখেছে চাঁদের অনেক ছবি, এবার দেখার সূর্যের অদেখা অজানা অংশের ছবি। এই যাত্রা সফল করার এক গুরু দায়িত্ব আছে ঘরের ছেলের কাঁধে। নদিয়ার মানুষের বিশ্বাস, বরুণ আবারও সফল হবেন।
advertisement
মৈনাক দেবনাথ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 04, 2023 4:09 PM IST






