South 24 Parganas News: রোজ ৫-৬ ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় কাটছে, এখনও সমাধান অধরা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUMAN SAHA
Last Updated:
প্রতিদিন নিয়ম করে ৫-৬ ঘণ্টা বিদ্যুৎহীন থাকছে এলাকা। সপ্তাহ পেরিয়ে গেলেও সমস্যার সমাধান হল না
দক্ষিণ ২৪ পরগনা: ভ্যাপসা গরমের মধ্যেই দফায় দফায় লোডশেডিংয়ে জেরবার মানুষ। বারুইপুর, সোনারপুর, জয়নগর, ক্যানিং, গোসাবা, বাসন্তী, কুলতলি, মন্দিরবাজার, রায়দিঘি, নামখানা, কাকদ্বীপ, সাগর থেকে বিষ্ণুপুর দক্ষিণ ২৪ পরগনার সর্বত্র একই ছবি। দিনে প্রায় ৫-৬ ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় কাটাতে হচ্ছে। ফলে ভাদ্র মাসের ভ্যাপসা গরমে ক্ষুব্ধ আমজনতা।
বেশ কিছুদিন ধরে টানা এই বিদ্যুৎ সঙ্কট চলায় বিভিন্ন জায়গায় বিদ্যুৎ দফতরের অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছে এলাকাবাসী। এর মধ্যে রবিবার জয়নগর-১ এবং ২ ব্লক, মথুরাপুর-১ এবং ২ ও মন্দিরবাজার ব্লকে সকাল ৬.৩০ থেকে দুপুর ১২.৩০ পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকার কথা ঘোষণা করেছিল বিদ্যুৎ দফতর। কারণ হিসেবে বলা হয় বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি ও সাবস্টেশন রক্ষণাবেক্ষণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে ক্ষোভ আরও চরমে ওঠে।
advertisement
advertisement
এই প্রসঙ্গে দক্ষিণ ২৪ পরগনার বিদ্যুৎ বণ্টনকারী সংস্থার এক কর্তা বলেন, সমস্যা একটা রয়েছে। তবে কিছুদিনের মধ্যেই তা মিটে যাবে। যদিও কেন এই ঘন ঘন লোডশেডিং, তা নিয়ে মুখ খোলেননি কর্তারা। তবে বাসিন্দাদের অভিযোগ, গরমের মধ্যেই রোজ সকাল, সন্ধে, রাতে কয়েক ঘণ্টা ধরে লোডশেডিং হচ্ছে। এতে বাড়ির বয়স্ক সদস্যরা অসুস্থ হয়ে পড়ছেন। বিদ্যুৎ দফতরের অফিসে বারবার ফোন করলে কর্মীরা উল্টে খারাপ ব্যবহার করছেন। তাঁরা বলেন, এমনিতেই পানীয় জলের সমস্যা আছে। তার উপর কয়েক ঘণ্টা ধরে লোডশেডিং চলায় জলের সেই সমস্যা আরও বেড়েছে। এছাড়া বিঘ্ন ঘটছে পড়াশোনায়। দৈনন্দিন কাজ কর্মেও ব্যাঘাত ঘটছে। কবে এই সমস্যা মিটবে, তা জানা নেই।
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 04, 2023 3:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: রোজ ৫-৬ ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় কাটছে, এখনও সমাধান অধরা