South 24 Parganas News: পান বাজারে অস্থিরতা, পরিবহণ কর্মীদের বিক্ষোভে চাঞ্চল্য
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
বেআইনিভাবে তাঁদের কাছ থেকে টাকা তোলার অভিযোগে কাকদ্বীপ পান বাজারে গাড়িচালকদের বিক্ষোভ
দক্ষিণ ২৪ পরগনা: কাকদ্বীপ পান বাজারে বিক্ষোভ দেখালেন হালকা ও মাঝারি পরিবহণ কর্মীরা। যার জেরে বেশ কিছুক্ষণ সমস্যার সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও বিক্ষোভকারীরা জানিয়েছেন, তাঁদের দাবি না মানা হলে পরে আবারও বিক্ষোভ দেখাবেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁরা বাজার থেকে পান নিয়ে দোকানে দোকানে পৌঁছে দেওয়ার সময় তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। কার্যত তোলাবাজির অভিযোগ আনেন এই পরিবহণ কর্মীরা। তাঁদের অভিযোগের তির ইউনিয়নের সম্পাদকের দিকে। রবিবার সকালে এই অভিযোগে সকাল ১০ টা থেকে পান বাজারের বাইরে একত্রিত হন সকল গাড়িচালকরা। তাঁদের দাবি, দীর্ঘ কয়েক বছর ধরে ইউনিয়নের সম্পাদক পদে থাকা দেবু করকে অপসারণ করতে হবে।
advertisement
advertisement
ইউনিয়নের সম্পাদকের মদতেই এই টাকা নেওয়া হচ্ছে বলে কাকদ্বীপ পান বাজারের পরিবহণ কর্মীদের অভিযোগ। প্রায় ২ ঘণ্টা ধরে বিক্ষোভ চলার পর পুলিশ পৌঁছে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পান বাজারের গাড়ি চালকরা এই বিষয়ে একটি বিস্তারিত অভিযোগপত্র স্থানীয় বিধায়ক মন্টুরাম পাখিরার হাতে তুলে দিয়েছেন বলে জানা গিয়েছে।
advertisement
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 04, 2023 3:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: পান বাজারে অস্থিরতা, পরিবহণ কর্মীদের বিক্ষোভে চাঞ্চল্য









