Nadia News: বায়ু দূষণ ঠেকাতে নবদ্বীপ মহাশ্মশানে বসানো হল অত্যাধুনিক চিমনি

Last Updated:

নবদ্বীপ শহরকে বায়ু দূষণের হাত থেকে রক্ষা করতে মহাশ্মশানে বসল অত্যাধুনিক চিমনি

নদিয়া: শ্মশানের চিমনির ধোঁয়া থেকে বায়ু দূষণ ঠেকাতে নবদ্বীপ পুরসভার বিশেষ উদ্যোগ। প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে নবদ্বীপ মহাশ্মশানে বসানো হল অত্যাধুনিক মানের চিমনি। চৈতন্য ধাম মন্দির নগরী নবদ্বীপ হিন্দু ধর্মের অন্যতম এক তীর্থ নগরী হিসেবে পরিচিত। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন মন্দির দর্শনে। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবদ্বীপ শহরকে হেরিটেজ তকমা দিয়েছিলেন। আর তারপরই নবদ্বীপ শহরকে সাজাতে তৎপর হয়ে ওঠে প্রশাসন। বিশেষ করে নবদ্বীপের ওপর দিয়ে বয়ে চলা ভাগীরথী নদীর একাধিক ঘাট সংস্কার করা হয়। এবার সেই নদীর কাছেই অবস্থিত মহাশ্মশানে লাগানো হয়েছে অত্যাধুনিক চিমনি।
নবদ্বীপ মহাশ্মশানকে গোটা নদিয়া জেলার মানুষ মনে করেন এক পবিত্র স্থান। শুধুমাত্র নবদ্বীপ এবং তার পার্শ্ববর্তী এলাকাই নয়, অন্যান্য জেলা থেকেও বহু মানুষ নবদ্বীপ মহাশ্মশানে আসেন সৎকার করার জন্যে। সেই কারণে প্রতিদিনই নবদ্বীপ শ্মশানে প্রচুর দেহ দাহ করা হয়। এখানে মোট তিনটি বৈদ্যুতিক চুল্লি আছছ। পুরনো বৈদ্যুতিক চুল্লিতে এর আগে চিমনির কোনও ব্যবস্থা ছিল না। ফলে দেহ দহ করার পর তার ধোঁয়া আশেপাশে ছড়িয়ে পড়ে বায়ু দূষণ ঘটচ্ছিল। সেটা ঠেকাতেই উদ্যোগী হয় নবদ্বীপ পুরসভা।
advertisement
advertisement
বায়ু দূষণের কথা মাথায় রেখেই নবদ্বীপ পুরসভা প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে অত্যাধুনিক চিমনি লাগিয়েছে নবদ্বীপ মহাশ্মশানে। স্বাভাবিকভাবেই এই চিমনি লাগানোর ফলে বায়ু দূষণের থেকে রেহাই পাবেন শ্মশান ও তার পার্শ্ববর্তী এলাকার মানুষজনেরা।
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: বায়ু দূষণ ঠেকাতে নবদ্বীপ মহাশ্মশানে বসানো হল অত্যাধুনিক চিমনি
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement