আরও পড়ুন East Medinipur News: মোটা অঙ্কের বেতনে কর্মী নিয়োগ খড়্গপুর IIT-তে
অভিযোগ স্কুলের কিছুটা দূরেই একটি পণ্যবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সাইকেলে। ঘটনায় সাইকেল থেকে বড় মেয়ে ছিটকে পড়ে । তড়িঘড়ি তাকে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়৷ সেখানে তাকে নিয়ে আসার পরই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। কান্নায় ফেটে পড়েন বাবা৷ স্কুলে পৌঁছে দিতে গিয়ে আর মেয়েকে বাড়ি ফিরিয়ে নিতে পারলেন না তিনি৷
advertisement
আরও পড়ুন Purba Medinipur News: কোথায় গেল সেই ইলিশ? নেই গন্ধ-স্বাদ! কারণ শুনলে আঁতকে উঠবেন
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ লরিটি প্রচন্ড গতিতে আসছিল৷ ফলে তার কারণেই এই দুর্ঘটনা। ছাত্রীর মৃত্যুর খবর পেয়ে এলাকায় তীব্র উত্তেজনা ছাড়িয়ে পড়ে। এলাকার ক্ষিপ্ত জনতা ভাঙচুর চালায় লরিতে। ঘটনার খবর যায় পুলিশের কাছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিষ্ণুপুর থানার পুলিশ ।
পুলিশকে দেখে স্কুলের অভিভাবকরা ক্ষোভ উগরে দেন। স্কুলের সামনে স্থায়ীভাবে সিভিক ভলেন্টিয়ার মোতায়েনের দাবি জানান তারা। চতুর্থ শ্রেণীর ছাত্রীর মৃত্যুর খবরএ এলাকায় শোকের ছায়া ।
Arpan Mandal