East Medinipur News: মোটা অঙ্কের বেতনে কর্মী নিয়োগ খড়্গপুর IIT-তে
- Reported by:RANJAN CHANDA
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
মোট শূন্যপদ রয়েছে পাঁচটি।আবেদনের শেষ দিন আগামী ১৮ অগাস্ট।
খড়গপুর: ভাল বেতনে IIT খড়্গপুরে গবেষণা সংক্রান্ত কাজে চাকরির সুযোগ। সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। তিনটি ভিন্ন পদে নিয়োগ করা হবে প্রার্থীদের। অনলাইনেই এর জন্য আবেদন জানাতে পারবেন আগ্রহীরা।
আই আই টি খড়্গপুরে এগ্রিকালচারাল অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য নিয়োগ হবে৷ সিনিয়র রিসার্চ ফেলো, রিসার্চ অ্যাসোসিয়েট এবং প্রজেক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। মোট শূন্যপদ রয়েছে পাঁচটি। সিনিয়র রিসার্চ ফেলো, রিসার্চ অ্যাসোসিয়েট এবং প্রজেক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে যথাক্রমে ৩২, ৩৫ এবং ২৫ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।
advertisement
advertisement
সিনিয়র রিসার্চ ফেলো পদে নিযুক্তদের মাসিক বেতন ৩৫ হাজার টাকা, রিসার্চ অ্যাসোসিয়েট পদে কর্মীর বেতন ৫৪ হাজার টাকা এবং প্রজেক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পদে নিযুক্তদের মাসিক পারিশ্রমিকের পরিমাণ হবে ২৫ হাজার টাকা। মাসিক পারিশ্রমিক ধার্য করার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতাকে।
আরও পড়ুন North 24 Parganas News: অপহরণ করে ভিন রাজ্য পাচারের চেষ্টা গৃহবধূকে! পুলিশের জালে ২ অপহরণকারী
গবেষণা প্রকল্পটির নাম, ‘সেলফ লাইফ স্টাডি অফ ফর্টিফায়েড রাইস/ ফর্টিফায়েড রাইস কার্নেলস (এসএলএস)’। প্রকল্পটিতে আর্থিক সহায়তা করবে কেন্দ্রীয় সংস্থা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (এফসিআই)।প্রজেক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পদে আবেদনের জন্য প্রার্থীদের ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি/ বায়ো সায়েন্স/ মাইক্রোবায়োলজি/ বায়োকেমিস্ট্রি অথবা সম্পর্কিত বিষয়ে স্নাতক হতে হবে। এ ছাড়াও খাদ্যগুণ পরীক্ষার সমস্ত নিয়মবিধি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। একই ভাবে অন্য পদগুলির জন্যেও ধার্য করা হয়েছে যোগ্যতার আলাদা মাপকাঠি।
advertisement
আগ্রহীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ পদগুলিতে আবেদন জানাতে পারবেন। প্রজেক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পদে আবেদনের জন্য ১০০ টাকা জমা দিতে হলেও অন্য পদগুলির জন্য কোনও আবেদনমূল্য জমা দিতে হবে না। আবেদনের শেষ দিন আগামী ১৮ অগাস্ট। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখতে হবে।
Ranjan Chanda
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 01, 2023 11:44 AM IST










