সেখানেই পচাগলা ওই ব্যক্তির মৃতদেহ দেখতে পায় তারা। এরপর স্থানীয় হারউড পয়েন্ট কোস্টাল থানায় খবর দেয় স্থানীয়রা। এরপর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটি অন্য কোনো জায়গা থেকে ভেসে এসেছে বলে অনুমান করা হচ্ছে। সোমবার পুলিশ মৃতদেহ উদ্ধার করার পর মৃতদেহ নিয়ে কাকদ্বীপ পুলিশ মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। সেই সঙ্গে এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বেশ কিছু ব্যক্তির বয়ান সংগ্রহ করার কাজ করা হয়েছে বলে খবর।
advertisement
আরও পড়ুনঃ কী কাণ্ড! বাড়ির পাশের খড়ের গাদায় লুকোনো কী? উদ্ধার করতেই চাঞ্চল্য
ঠিক কিভাবে ওই এলাকায় মৃতদেহটি এল তা খতিয়ে দেখছে হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত ওই ব্যক্তির কোনো পরিচয় জানা যায়নি। ওই ব্যক্তির মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া পর তদন্তের পরবর্তী পক্রিয়া শুরু করবে পুলিশ। বর্তমানে মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে বলে খবর।
নবাব মল্লিক