কিন্তু সম্প্রতি চিনা মাঞ্জা সুতো বাজার দখল করায় ঘুড়ি প্রেমীরা এই সুতো নিয়ে প্রতিযোগিতায় নেমে দ্রুততার সঙ্গে সফল হচ্ছেন। আর সে কারণেই দিন দিন বাড়ছে চীনা মাঞ্জা সুতোর চাহিদা। অপরদিকে চীনা মাঞ্জা সুতো দিয়ে প্রতিযোগিতা মূলকভাবে ঘুড়ি ওড়াতে গিয়ে ধারালো ওই সুতো দিয়ে ঘটছে নানান বিপদ।
আরও পড়ুনঃ বেআইনি অটো চলাচল বন্ধের দাবিতে ঠাকুরপুকুরে অবস্থান বিক্ষোভ
advertisement
সংবাদ মাধ্যমের প্রায়ই দেখা যাচ্ছে চীনা মাঞ্জা সুতোয় কারুর কান কেটে যাচ্ছে ,কারুর নাক কেটে যাচ্ছে কেউ চোখ হারাচ্ছে কারুর আঙুল কেটে উড়ে যাচ্ছে। এত বিপদ হওয়া সত্বেও শহর থেকে গ্রামাঞ্চলে ঘুরি দোকানগুলিতে ক্রমশ বাড়ছে এই চীনা মাঞ্জা সুতোর চাহিদা। তাই এখন আকাশে ঘুড়ি উঠতে দেখলেই এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে, কারণ ওই ঘুড়ি কেটে কোথায় গিয়ে পড়বে এবং ওই সুতো কার গায়ের উপর দিয়ে ঘষে যাবে তা কেউই জানে না।
আরও পড়ুনঃ দেরিয়া গ্রামের কাঠের সেতুর বেহাল দশা! সারানোর দাবি তুলছেন স্থানীয়রা
তাই সাধারণ মানুষের দাবি, বিপদ এড়াতে অবিলম্বে বন্ধ হোক এই চীনা মাঞ্জা সুতো। ঘুড়ি বিক্রেতা ও মন থেকে চাইছেন না এই সুতো বিক্রি করতে। কিন্তু দিনের পর দিন এই সুতোর চাহিদা বেড়ে যাওয়ায় তারা ইচ্ছার বিরুদ্ধে এই সুতো বিক্রি করছেন। এখন দেখার বিষয় প্রশাসন এই বিষয়টা নিয়ে কতটা গুরুত্ব দেয়।
Suman Saha