South 24 Parganas News: দেরিয়া গ্রামের কাঠের সেতুর বেহাল দশা! সারানোর দাবি তুলছেন স্থানীয়রা

Last Updated:

কুলপির রামকিশোর অঞ্চলের দেরিয়া গ্রামের কাঠের সেতুর বেহাল দশা। দীর্ঘদিন এই সেতু সংস্কার না হওয়ায় এই সেতু বর্তমানে চলার অযোগ্য হয়ে উঠেছে। বর্তমানে এই সেতু দিয়ে প্রায় হাজারখানেক স্থানীয় বাসিন্দা পারাপার করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই সেতু দীর্ঘ ১ বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে।

+
বেহাল

বেহাল কাঠের সেতু

#কুলপি : কুলপির রামকিশোর অঞ্চলের দেরিয়া গ্রামের কাঠের সেতুর বেহাল দশা। দীর্ঘদিন এই সেতু সংস্কার না হওয়ায় এই সেতু বর্তমানে চলার অযোগ্য হয়ে উঠেছে। বর্তমানে এই সেতু দিয়ে প্রায় হাজারখানেক স্থানীয় বাসিন্দা পারাপার করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই সেতু দীর্ঘ ১ বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। বারবার প্রশাসনের কাছে বলা সত্বেও এই সেতু সারানোর উদ‍্যোগ এখনও শুরু করা হয়নি। স্থানীয়রা এই সেতুটিকে সারিয়ে কংক্রিটের সেতু তৈরী করার দাবিও তুলেছেন। দেরিয়ার এই ভগ্নপ্রায় কাঠের সেতু রামকিশোর অঞ্চলের মানুষজনের যোগাযোগের প্রধান মাধ‍্যম। এই অঞ্চলের অধিকাংশ বাসিন্দারা বাজার করার জন্য এই কাঠের সেতু দিয়ে নিত‍্য যাতায়াত করতে হয়।
বর্তমানে সেতুর মাঝে কাঠের পাটাতন ভেঙে যাওয়ায় এই সেতু দিয়ে বড়ো গাড়ি যাতায়াত করতে পারেনা। বাজারে যেতে গেলে প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে যেতে হয় স্থানীয়দের। বর্তমানে স্থানীয় বাসিন্দারা এই সেতু দিয়ে নিত‍্য জীবন হাতে করে ঝুঁকি নিয়ে পারাপার করেন। এই সেতু দিয়ে প্রতিদিন প্রায় হাজারখানেক স্থানীয় বাসিন্দা যাতায়াত করেন। বর্তমানে ৬০ ফুট দীর্ঘ এই সেতূটি বেহাল অবস্থায় রয়েছে। এই সেতুর মাঝে কাঠের পাটাতন ভেঙে যাওয়ায় সেতুর ভাঙা অংশ দিয়ে স্থানীয় বাসিন্দারা একপ্রকার জীবণ হাতে করে নিত‍্য যাতায়াত করেন।
advertisement
আরও পড়ুনঃ ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে খোলা হচ্ছে সুন্দরবন চর্চা কেন্দ্র
প্রতিদিন সেকারণে ছোটখাটো দূর্ঘটনা লেগে থাকে বলে মত স্থানীয়দের। রাতে এই সেতুর উপর কোনো আলো থাকেনা। ফলে রাতে এই সেতুর উপর দিয়ে যাতায়াত আরও বিপজ্জনক হয়ে ওঠে। এরফলে স্থানীয় বাসিন্দারা সর্বদা আতঙ্কে থাকেন। ব্রিজ ভেঙে পড়ে যাওয়ার ভয়ও কাজ করে স্থানীয়দের মধ‍্যে। এই সেতু দিয়ে পাশাপাশি চলা বিপজ্জনক হওয়ায় একসাথে অনেক লোক যাতায়াত করতে পারেনা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ জন্তুর হামলা থেকে বাঁচতে সুন্দরবনে মৎস্যজীবীদের সতর্ক করছে বন দফতর
ফলে এই ব্রিজ পার করতে গেলে সময় লাগে অনেকটাই। স্থানীয় বাসিন্দারা দ্রুত এই ব্রিজ মেরামত করার দাবি তুললেও। এই ব্রিজ মেরামত করা হচ্ছেনা বলে দাবি তাদের। সেতুর বেহাল দশার কথা জানেন বলে জানিয়েছেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার। এই ব্রিজ দ্রুত মেরামত করা হবে বলে জানিয়েছেন তিনি। এর সঙ্গে স্থানীয়দের দাবি মেনে সেতুটিকে কংক্রিটের সেতু বানানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
advertisement
Nawab Mallick
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: দেরিয়া গ্রামের কাঠের সেতুর বেহাল দশা! সারানোর দাবি তুলছেন স্থানীয়রা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement