আরও পড়ুন: এসটিএফ-এর জালে আন্তর্জাতিক প্রতারণা চক্রের সদস্য
বারুইপুর থানার এসআই দেবেশ দে এবং এসআই সোমনাথ বারিকের নেতৃত্বে পুলিশের দল জাল পাতে কৃষ্ণমোহন স্টেশন সংলগ্ন বটতলা এলাকায়। সেখান থেকে ৬ জনের ডাকাত দলটিকে গ্রেফতার করে। তারা একটি চারচাকা গাড়িতে করে এসে ওখানে জড়ো হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের বেশিরভাগই মথুরাপুর এবং মন্দিরবাজার এলাকার বাসিন্দা।
advertisement
ধৃতদের থেকে উদ্ধার হয়েছে দুটি দেশি ওয়ান সাটার বন্দুক, তিন রাউন্ড কার্টুজ, একটি পাংচার, একটি সাটার ব্রেকার সহ একাধিক ধারালো অস্ত্র। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৯৯, ৪০২ এবং ২৫ ও ২৭ নম্বর ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। এই ডাকাত দলটির অন্য কোনও সদস্য আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
advertisement
অর্পন মণ্ডল
Location :
Kolkata,West Bengal
First Published :
August 19, 2023 6:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ডাকাতির আগেই ভেস্তে গেল ছক, বারুইপুরে গ্রেফতার ৬ ডাকাত