পুলিশ তদন্তে নেমে প্রধান অভিযুক্ত অশেষ হাজরাকে ধরে ফেলে। ধৃতের বিরুদ্ধে পুলিশ ধষর্ণ ও পকসো আইনে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে। দ্রুত তথ্য প্রমাণ জোগাড় করে চার্জশিট জমা দেয় পুলিশ। মাত্র বাইশ দিনের মধ্যে এই ঘটনার চার্জশিট জমা করেন তদন্তকারী সাব ইন্সপেক্টর শেখ শাকিব।
আরও পড়ুন: ঘুষ দিয়েও চাকরি হয়নি, আব্দুর রহমানের মৃত্যুর তদন্ত করবে সিবিআই, নির্দেশ হাইকোর্টের
advertisement
এই ঘটনর বিচার কাকদ্বীপ পকসো আদালতে চলছিল। বৃহস্পতিবার পোকসো আদালতের বিচারক সর্বানী মল্লিক চট্টোপাধ্যায় অভিযুক্ত অশেষ হাজরাকে দোষী সাব্যস্ত করে এই মামলার সাজা ঘোষণা করেন। ২০ বছরের সশ্রম কারাদন্ড ও ৪০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। পাশপাশি সরকারকে নির্যাতিতার পরিবারকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন। ২০১৬ সালে কাকদ্বীপে পকসো আদালত চালু হয়। সেই আদালত এই প্রথম কোনও মামলার রায় দিল। আদালতের এই রায়ে খুশি নাবালিকার পরিবার ও পুলিশ।
বিশ্বজিৎ হালদার