CBI Murshidabad: ঘুষ দিয়েও চাকরি হয়নি, আব্দুর রহমানের মৃত্যুর তদন্ত করবে সিবিআই, নির্দেশ হাইকোর্টের

Last Updated:

২০২২ সালের ২৭ সেপ্টম্বর আব্দুর রহমান কীটনাশক খেয়ে আত্মঘাতী হন বলে পরিবারের অভিযোগ। লালগোলার সারপাখিয়া এলাকায় বাড়ি ছিল এই যুবকের। সেই ঘটনায় চার্জশিট দেয় লালগোলা থানার পুলিশ। কিন্তু তাতে সন্তুষ্ট হয়নি পরিবার। তারা সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করে। সেই মামলাতেই বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

+
title=

মুর্শিদাবাদ: গ্ৰুপ ডি-র চাকরির জন্য টাকা দিয়ে প্রতারিত হন। সেই মানসিক চাপেই ২০২২ সালের ২৭ সেপ্টম্বর আব্দুর রহমান কীটনাশক খেয়ে আত্মঘাতী হন বলে পরিবারের অভিযোগ। লালগোলার সারপাখিয়া এলাকায় বাড়ি ছিল এই যুবকের। সেই ঘটনায় চার্জশিট দেয় লালগোলা থানার পুলিশ। কিন্তু তাতে সন্তুষ্ট হয়নি পরিবার। তারা সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করে। সেই মামলাতেই বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের এই নির্দেশে এবার সুবিচার মিলবে বলে আশাবাদী আব্দুর রহমানের পরিবার।
মৃত আব্দুর রহমানের পরিবারের দাবি, চাকরির জন্য সে প্রায় ৭ সাত লক্ষ টাকা দিয়েছিল দিবাকর কোনাই নামের এক ব্যক্তিকে। কিন্তু টাকা দেওয়া সত্ত্বেও আব্দুর রহমানের চাকরি হয়নি। অভিযোগ, এরপর দিবাকর কোনাইয়ের কাছে টাকা ফেরত চাইলে হুমকির মুখে পড়তে হয়। এরপর‌ই আব্দুর রহমান কীটনাশক খেয়ে আত্মঘাতী হন বলে পরিবারের দাবি।
advertisement
advertisement
সুইসাইড নোটে এই বিষয়ে অভিযোগ‌ও লিখে গিয়েছিলেন ওই যুবক। এরপরই লালগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। সেই ঘটনায় পুলিশ বীরভূম থেকে গ্রেফতার করে অভিযুক্ত দিবাকর কোনাইকে। সেই ঘটনার‌ই এবার হাইকোর্টের নির্দেশে তদন্ত করবে সিবিআই। তাতে খুশি মৃত চাকরিপ্রার্থীর পরিবারের সদস্যরা।
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
CBI Murshidabad: ঘুষ দিয়েও চাকরি হয়নি, আব্দুর রহমানের মৃত্যুর তদন্ত করবে সিবিআই, নির্দেশ হাইকোর্টের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement