একটি ইনোভা গাড়ি সোনারপুর মোড় থেকে রাজপুরের দিকে যাচ্ছিল। সোনারপুর থানার পিসি পার্টির সন্দেহ হওয়ায় গাড়িটিকে ধাওয়া করে। সোনারপুরের বারেন্দ্রপাড়া শনি মন্দিরের কাছে একটি ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ইনোভা গাড়ির পেছনের সিট খুলে গরু পাচারের কাজ করা হত। গাড়িটিতে মোট তিনটি গরু ছিল। দুর্ঘটনায় একটি গরু মারা গিয়েছে বলে পুলিশ সুত্রে খবর।
advertisement
বাকি দুটি গরুকে উদ্ধার করা হয়েছে। যাতে দেখে সন্দেহ না হয় তারজন্য ইনোভা গাড়ি করে গরু পাচারের কাজ করা হচ্ছিল বলে মনে করছে পুলিশ। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে আন্তরজ্য গরু পাচার চক্রের যোগ আছে কিনা সে বিষয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন, কঠিন সময়, চ্যালেঞ্জ অনেক, পঞ্চায়েতের আগে আজ মেগা বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়
আরও পড়ুন, আপনারা কি তদন্ত করতে জানেন না, ক্ষোভ উগরে দিয়ে সিবিআইকে প্রশ্ন বিচারপতির
পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে গরু চুরির ঘটনা পুলিশের কাছে অভিযোগ আসছিল। সে বিষয়ে এর সঙ্গে কোন যোগসূত্র আছে কিনা, তাও কিন্তু খতিয়ে দেখছে সোনারপুর থানার পুলিশ। লিশ ধরার সময় যে দুজন ব্যক্তি পালিয়েছে, তাদেরকে খোঁজের তল্লাশি চালাচ্ছে। কোথা থেকে এই গরু চুরি করা হয়েছে তাও তদন্ত করে দেখছে পুলিশ।
সুমন সাহা