আরও পড়ুনঃ বাড়িতে ফোন করে বাবা জানাল, ছেলেকে শ্বাসরোধ করে জমিতে পুঁতে রেখেছি! উস্তিতে মারাত্মক ঘটনা
পরে আরিয়ান মোল্লা ও তার পরিবারের লোকজন শনিবার রাতে দেউলার মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়িতে চড়াও হয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ছাত্রীটি তখন বাড়িতে একাই ছিলো বলে জানা যায়।পরে পরিবারের লোকজন ওই ছাত্রীকে উদ্ধার করে বানেশ্বরপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে অভিযুক্ত যুবক ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে উস্থি থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর পরিবারের লোকজন।জানা যায় আক্রান্ত ওই মাধ্যমিক পরীক্ষার্থীর বাবা মা নেই দাদু দিদার কাছে থাকে সে। এখনো তিনটি পরীক্ষা বাকি রয়েছে তাঁর।
advertisement
আরও পড়ুনঃ বিভীষিকা কাণ্ড মহেশতলায়! আগুনে ঝলসে যাওয়া শরীর, যুবকের চিৎকার, ছুটে এল পুলিশ
অভিযুক্ত যুবকের ভয়ে বাকি ৩ টি পরীক্ষা কীভাবে দেবে বুঝে উঠতে পারছেনা সে। আতঙ্কে গৃহবন্দী মাধ্যমিক পরীক্ষার্থী। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে সমস্ত রকম তদন্তের আশ্বাস দেন ডায়মন্ডহারবারের এসডিপিও মিতুন দে।অন্যদিকে ঘটনার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে উস্থি থানার পুলিশ।
আনিশ উদ্দিন মোল্লা






