স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রায়দিঘির জয় কৃষ্ণপুরের মণ্ডলঘেরির বাসিন্দা নিতাই সামন্তর সঙ্গে প্রতিবেশী বসুদেব সামন্তের জমি নিয়ে বিবাদ চলছিল।রবিবার নিতাই সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন৷ অভিযোগ সেই সময় রাস্তার উপর বসুদেব সামন্ত ও তাঁর দলবল নিতাই সামন্তকে ঘিরে ধরে মারধর করতে থাকে, এমনকি ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারে বলেও অভিযোগ। ঘটনার জেরে রাস্তায় লুটিয়ে পড়েন নিতাই সামন্ত। পরে চিৎকার-চেঁচামেচি শুনে প্রতিবেশীরা বের হলে ততক্ষণে বসুদেব সামন্ত ও তার দলবলেরা এলাকা থেকে পালিয়ে যায়।
advertisement
আরও পড়ুন: অনুব্রত নয়...! তিহাড়ে 'অন্য' কারও সঙ্গে সাক্ষাতের আবদার কেষ্ট-কন্যার! চাইলেন বই, আর...?
আরও পড়ুন: 'ED আমাকেও গ্রেফতার করুক...' অনুব্রতকন্যার 'ছায়াসঙ্গী', কে এই সুতপা পাল? প্রকাশ্যে এল 'আসল' পরিচয়!
পরে ঘটনার খবর দেওয়া হয় রায়দিঘি থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে রায়দিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিতাই সামন্তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
পরে তার দেহ ময়নাতদন্তের জন্য ডায়মন্ডহারবার পুলিশ মর্গে পাঠানো হয়। অন্যদিকে দিন দুপুরে খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পাশাপাশি এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। ইতিমধ্যেই ঘটনায় দুজন আটক হয়েছে৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে রায়দিঘি থানার পুলিশ।
আনিশ উদ্দিন মোল্লা