'ED আমাকেও গ্রেফতার করুক...' অনুব্রতকন্যার 'ছায়াসঙ্গী', কে এই সুতপা পাল? প্রকাশ্যে এল 'আসল' পরিচয়!

Last Updated:

Anubrata Mandal Daughter || Sukanya Mandal Friend: অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা গ্রেফতার হয়েছেন। তাঁর ঠাঁই হয়েছে তিহার জেলে। কিন্তু সুকন্যার গ্রেফতারিতে ভেঙে পড়েছেন আরও একজন। কে সে? রইল আসল পরিচয়।

অনুব্রতকন্যার 'ছায়াসঙ্গী' কে?
অনুব্রতকন্যার 'ছায়াসঙ্গী' কে?
বোলপুর: সুকন্যা মণ্ডল গ্রেফতার হওয়ার পরই সংবাদ মাধ্যমে আত্মপ্রকাশ তাঁর। অনুব্রত মণ্ডল কন্যা সুকন্যা মণ্ডলের বান্ধবী সুতপা পালকে সুকন্যার জামাকাপড় এবং ওষুধ দিতে গিয়ে সংবাদমাধ্যমের সামনে কার্যত কেঁদে ফেলতে দেখা যায় গত সপ্তাহে। ক্রমশ প্রকাশ্যে আসে তাঁর পরিচয়। জানা যায় ক্যানসার আক্রান্ত সুতপা। বান্ধবী সুকন্যার সঙ্গে তাঁকেও যেন গ্রেফতার করা হয় সেই আর্জিও সংবাদমাধ্যমে জানান।
সেদিন তাঁকে কাঁদতে কাঁদতে বলতে শোনা যায়, “ওর মা নেই। বাবাকেও গ্রেফতার করা হয়েছে। এখন ওকেও গ্রেফতার করল। ওর পাশে কেউ নেই। আমি চাই আমাকেও গ্রেফতার করুক ইডি। এছাড়া আমি আর কী সাহায্য করতে পারব? আমি নিজের চিকিৎসাই তো চালাতে পারব না।”
advertisement
advertisement
কে এই সুতপা? কী করেন? কতদিনের বন্ধুত্ব অনুব্রত কন্যার সঙ্গে? উঠেছে একাধিক প্রশ। উত্তর খুঁজতে গিয়ে জানা যাচ্ছে, বোলপুরের বাঁধগোড়ার বাসিন্দা সুতপা পাল। মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বাবা, মা এবং ভাই ছাড়া সুতপার আর কেউ নেই। সুতপা ক্যানসার আক্রান্ত। সুতপার পরিবারের সকলেও অসুস্থ। বাবা দুর্গাপ্রসাদ পাল বেশ কয়েক বছর ধরে শয্যাশায়ী। ভাই এবং মা-ও অসুস্থ। একসময় সুতপার বাবার মিষ্টির দোকান ছিল। পরবর্তীকালে লটারি বিক্রি করতেন। কিন্তু শারীরিক অসুস্থতায় ব্যবসা বন্ধ হয়ে যায়।
advertisement
বোলপুর গার্লস হাইস্কুলে পড়াশোনা সুতপার। সেখানেই সুকন্যার সঙ্গে বন্ধুত্ব এগোয়। ২০২০ সালের ২৪ জানুয়ারি মাতৃহারা হন সুকন্যা। সেই সময় থেকে সুকন্যার সবসময়ের সঙ্গী সুতপা। ২০২২ এর আগস্টে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। গত আট মাস ধরে চলা সময়ে দলীয় কর্মী-সমর্থকদের পাশে পাচ্ছেন না বলে ঘনিষ্ঠ মহলে ক্ষোভ উগরে দিয়েছিলেন খোদ অনুব্রতকন্যা। তবে গোটা সময়টাই পাশে ছিলেন বন্ধু, সুতপা।
advertisement
নিজে শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না হওয়া সত্ত্বেও বিপদে আপদে সারাক্ষণ বাল্যবন্ধুর পাশে ছিলেন তরুণী। সুতপার প্রতিবেশীদের দাবি, সুতপার চিকিৎসা-সহ তাঁদের পরিবারের খরচ বহন করতেন সুকন্যা মণ্ডল এবং অনুব্রত মণ্ডল। কিন্তু একের পর এক বাবা ও মেয়ের গ্রেফতারিতে কার্যত অসহায় হয়ে পড়েছে বোলপুরের এই পরিবার।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'ED আমাকেও গ্রেফতার করুক...' অনুব্রতকন্যার 'ছায়াসঙ্গী', কে এই সুতপা পাল? প্রকাশ্যে এল 'আসল' পরিচয়!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement