এই রাস্তার বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। কখনও হাঁটতে গিয়ে মানুষ পা মুচকে পড়ে যাচ্ছে, আবার কখনও সাইকেল বা বাইক দুর্ঘটনার শিকার হচ্ছে। যা নিয়ে প্রবল ক্ষুব্ধ এলাকার মানুষ।
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়াতেই রাস্তাটার এই অবস্থা বলে দাবি স্থানীয়দের। বিভিন্ন জায়গায় পিচের চাদর উঠে গিয়ে ছোট-বড় খানাখন্দ বেরিয়ে এসেছে। অনেক জায়গাতে রাস্তা ভেঙে গিয়েছেI ভ্যান, টোটো, বাইক চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছেI অল্প বৃষ্টিতেই রাস্তার গর্তগুলো জলে ভরে যায়। বর্ষাকালে এই রাস্তা দিয়ে চলাচল করা সম্ভব হয় না গ্রামবাসীদের।
advertisement
আরও পড়ুন: লালন সাঁইয়ের আদর্শ তুলে ধরে জিরাটে হয়ে গেল চারদিনের মেলা
এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, রাস্তা সারানোর জন্য বারবার পঞ্চায়েতকে বলা হয়েছে। কিন্তু রাস্তা সারানোর আশ্বাস দেওয়া হলেও কাজ হয়নি। আজ রাস্তা ঠিক করলে কালকেই আবার তা নষ্ট হয়ে যায়। ভাঙা রাস্তার কারণে চলাফেরা করতে প্রচন্ড অসুবিধা হয়। বাড়ির বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় বৃষ্টি হলে জামাতে কাদা লেগে ভর্তি হয়ে যায়।
এই ব্যাপারে বহুবার প্রশাসনকে বলেও কোনও লাভ হয়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসন এই সমস্যার দিকে একটু নজর দিলে এলাকার মানুষ উপকৃত হবে।
সুমন সাহা