আরও পড়ুন: পঞ্চায়েতকে দ্রুত কাজ করার নির্দেশ জেলাশাসকের
মহেশতলার সম্প্রীতি উড়ালপুল প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ। তৈরির পর থেকে এই সেতুটি দুর্ঘটনা প্রবণ হিসেবে উঠে এসেছে। এই সেতুর উপর যেখানে সেখানে পড়ে আছে মদের বোতল। এছাড়াও রয়েছে জলের বোতল, খালি সিগারেটের প্যাকেট, পানের পিক, গুটখার পিক, খাবারের বাস্ক। সাধারণত এই সেতুতে যানবাহন ছাড়া কাউকে উঠতে দেওয়া হয় না। ফলে সেখানে এইসব জিনিস কোথা থেকে এল তা নিয়ে প্রশ্ন উঠছে।
advertisement
এর সঙ্গে উড়ালপুলের দ্বিতীয় কিয়স্কের কাছের ব্রিজের রবার ব্যান্ডের ফাটল আতঙ্ক তৈরি করেছে। সম্প্রীতি উড়ালপুলের এই দুরবস্থা সম্পর্কে অবহিত আছেন মহেশতলা পুরসভার উপ-পুরপ্রধান আবুতালেব মোল্লা। তিনি জানিয়েছেন, ব্যাপারটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও ফাটলের ব্যাপারটি কেএমডিএ-কে জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।
নবাব মল্লিক