TRENDING:

শীতের মরসুমে জয়নগরে ফিরল বিনোদনের হারিয়ে যাওয়া নস্টালজিয়া, খুশি আট থেকে আশি

Last Updated:

টানা ২৫ বছর পর আবারও জয়নগরের মাটিতে এল সার্কাস। ইন্টারনেটের দৌলতে মানুষের অন্যতম বিনোদনের মাধ্যম সার্কাস যেন হারিয়ে গিয়েছিল। জয়নগরে ফের সার্কাস আসায় খুশি সকলেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয়নগর: টানা ২৫ বছর পর আবারও জয়নগরের মাটিতে এলো সার্কাস। ইন্টারনেটের যুগে মানুষের অন্যতম বিনোদনের মাধ্যম সার্কাস যেন হারিয়ে গিয়েছিল। সার্কাসকে ঘিরে রয়েছে অনেক নস্টালজিয়া। সার্কাসের নানা রকম পশু পাখির খেলা মানুষের মন জয় করে নিত। কিন্তু সাম্প্রতীক কালে ভারত সরকারের তরফ থেকে পশুপাখি নিয়ে খেলা দেখানো বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে সার্কাসের জৌলুস আগের থেকে অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। বহু সার্কাস ইতিমধ্যেই বন্ধের মুখে। রয়েছে হাতে গোনা কয়েকটি সার্কাস কোম্পানি।
advertisement

একসময় দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে শীতের মরশুমে সার্কাসের রঙিন তাবুকে ঘিরে কচিকাচাদের ছিল উন্মাদনা চোখে পড়ার মতন। সেই উন্মাদনা আগের থেকে অনেক হারিয়ে গিয়েছে। এখন কচিকাঁচাদের বিনোদনের মাধ্যমে গিয়েছে নেট দুনিয়ায়। ফলে সার্কাস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সার্কাস প্রেমী মানুষেরা। এবার আবারও সার্কাস প্রেমি মানুষদের জন্য সুখবর দিতে জয়নগরের মাটিতে ২৫ বছর পর এলে কোন একটি সার্কাস কোম্পানি। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে জয়নগর-মজিলপুর মিউনিসিপ্যালিটির মাঠে শুরু হয়েছে ডায়মন্ড সার্কাস। এই সার্কাস চলবে টানা একমাস ধরে।

advertisement

সার্কাস আসাতে অনেকেই খুশি। প্রতিদিন সার্কাসে উপছে পড়ছে দর্শকদের ভিড়। জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস বলেন,"মানুষের মন থেকে সার্কাসের ছবিটা অনেকটাই হারিয়ে গিয়েছিল। আগে সার্কাসে বাঘ , সিংহ খেলা থাকত কিন্তু সরকারি নিষেধাজ্ঞা মেনে সেই খেলা বন্ধ হয়ে গিয়েছে। আবার পুনরায় সার্কাস চালু হতে জয়নগরের মানুষ সার্কাসে ভিড় জমিয়েছে।" সার্কাস কোম্পানির ম্যানেজার জানিয়েছেন,"জয়নগরের মানুষকে অসংখ্য ধন্যবাদ আবার আমাদেরকে ভালবেসে ডেকে আনার জন্য। জয়নগর পৌরসভার এই ছোট্ট মাঠে মধ্যে যেভাবে আয়োজন করেছে এতে আমরা অত্যন্ত আপ্লুত। জয়নগরের মানুষজনকে আশা করি টানা একমাস ধরে আমরা আনন্দ দিতে পারব।"

advertisement

আরও পড়ুনঃ এমন কোন ট্রফি যা রোনাল্ডো-রোনাল্ডিনহো-লেওনডস্কি জিতেছে, কিন্তু লিওনেল মেসির নেই

View More

জয়নগরবাসীদের মনে সার্কাসের প্রতি যে প্রেম রয়েছে তার এখানে এলেই বোঝা যায়। জয়নগরের সার্কাস দেখতে ইতিমধ্যেই ভিড় জমিয়েছে এলাকার আট থেকে আশি সকলেই। ডিসেম্বরের ছুটির দিনগুলিতে সন্ধ্যার সময় সার্কাস দেখতে ভিড় উপচে পড়বে বলে মনে করছে সার্কাস কর্তৃপক্ষ। হারিয়ে যাওয়া বিনোদনের সাধ ও নস্টালজিয়াকে ফিরে পেয়ে খুশি সকলেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

Suman Saha

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
শীতের মরসুমে জয়নগরে ফিরল বিনোদনের হারিয়ে যাওয়া নস্টালজিয়া, খুশি আট থেকে আশি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল