একসময় দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে শীতের মরশুমে সার্কাসের রঙিন তাবুকে ঘিরে কচিকাচাদের ছিল উন্মাদনা চোখে পড়ার মতন। সেই উন্মাদনা আগের থেকে অনেক হারিয়ে গিয়েছে। এখন কচিকাঁচাদের বিনোদনের মাধ্যমে গিয়েছে নেট দুনিয়ায়। ফলে সার্কাস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সার্কাস প্রেমী মানুষেরা। এবার আবারও সার্কাস প্রেমি মানুষদের জন্য সুখবর দিতে জয়নগরের মাটিতে ২৫ বছর পর এলে কোন একটি সার্কাস কোম্পানি। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে জয়নগর-মজিলপুর মিউনিসিপ্যালিটির মাঠে শুরু হয়েছে ডায়মন্ড সার্কাস। এই সার্কাস চলবে টানা একমাস ধরে।
advertisement
সার্কাস আসাতে অনেকেই খুশি। প্রতিদিন সার্কাসে উপছে পড়ছে দর্শকদের ভিড়। জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস বলেন,"মানুষের মন থেকে সার্কাসের ছবিটা অনেকটাই হারিয়ে গিয়েছিল। আগে সার্কাসে বাঘ , সিংহ খেলা থাকত কিন্তু সরকারি নিষেধাজ্ঞা মেনে সেই খেলা বন্ধ হয়ে গিয়েছে। আবার পুনরায় সার্কাস চালু হতে জয়নগরের মানুষ সার্কাসে ভিড় জমিয়েছে।" সার্কাস কোম্পানির ম্যানেজার জানিয়েছেন,"জয়নগরের মানুষকে অসংখ্য ধন্যবাদ আবার আমাদেরকে ভালবেসে ডেকে আনার জন্য। জয়নগর পৌরসভার এই ছোট্ট মাঠে মধ্যে যেভাবে আয়োজন করেছে এতে আমরা অত্যন্ত আপ্লুত। জয়নগরের মানুষজনকে আশা করি টানা একমাস ধরে আমরা আনন্দ দিতে পারব।"
আরও পড়ুনঃ এমন কোন ট্রফি যা রোনাল্ডো-রোনাল্ডিনহো-লেওনডস্কি জিতেছে, কিন্তু লিওনেল মেসির নেই
জয়নগরবাসীদের মনে সার্কাসের প্রতি যে প্রেম রয়েছে তার এখানে এলেই বোঝা যায়। জয়নগরের সার্কাস দেখতে ইতিমধ্যেই ভিড় জমিয়েছে এলাকার আট থেকে আশি সকলেই। ডিসেম্বরের ছুটির দিনগুলিতে সন্ধ্যার সময় সার্কাস দেখতে ভিড় উপচে পড়বে বলে মনে করছে সার্কাস কর্তৃপক্ষ। হারিয়ে যাওয়া বিনোদনের সাধ ও নস্টালজিয়াকে ফিরে পেয়ে খুশি সকলেই।
Suman Saha