এমন কোন ট্রফি যা রোনাল্ডো-রোনাল্ডিনহো-লেওনডস্কি জিতেছে, কিন্তু লিওনেল মেসির নেই
- Published by:Sudip Paul
Last Updated:
কাতার বিশ্বকাপ জয়েরপর আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির সেলিব্রেশন এখনও শেষ হয়নি। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। মেসির জীবনের সব প্রাপ্তি হয়ে গিয়েছে বলে মত সকলের। কিন্তু এখনও একটি ট্রফি রয়েছে যা অধরা।
advertisement
১০টা লা লিগা, ৭টা কোপা দেল রে, ৭টা স্প্যানিশ সুপার কাপ, ৪টা চ্যাম্পিয়ন্স লিগ, ৩টা উয়েফা সুপার কাপ, ৩টা ক্লাব ওয়ার্ল্ড কাপ, রেকর্ড ৭টা ব্যালন ডি' অর, রেকর্ড ৬টা ইউরোপিয়ান গোল্ডেন বুট, ১ ক্যালেন্ডার ইয়ারে ৯১ গোল, ২টি বিশ্বকাপে সেরা প্লেয়ার (গোল্ডেন বল উইনার), ১টা অলিম্পিক, ১টা কোপা আমেরিকা, ১টা ফিনালিসিমা , ১টা বিশ্বকাপ। মেসির ট্রফির ভাঁড়ার পূর্ণ বলা যেতেই পারে।
advertisement
advertisement
advertisement
advertisement