তার মধ্যে আমার ক্যানিং ব্লকে যে যক্ষা রোগী আক্রান্ত আছে তাদেরকে চিহ্নিত করে। ১৪০ জনের মধ্যে আমরা প্রাথমিকভাবে ২২ জনকে যারা আর্থিকভাবে পিছিয়ে পড়েছে। তাদের হাতে পুষ্টিকর খাদ্য তুলে দেওয়া হলো। পাশাপাশি তাদের দেখভালের দায়িত্ব নেয়া হল আজ থেকে। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে সরকার যেভাবে চাইছে বাকি যে রোগী আক্রান্ত আছে তাদেরকে আমরা ছ’মাস করে দায়িত্ব নেব। যাতে তারা যেভাবে ওষুধ খাচ্ছে এবং খাদ্য সামগ্রী যাতে তারা ভালোভাবে পায়। তার ব্যবস্থা করাবো।
advertisement
আরও পড়ুনঃ ভয়াবহ আগুন গড়িয়ায়! বসত বাড়িতে চলছিল বেআইনি গোডাউন
পাশাপাশি তিনি আরো বলেন যদি কোন পরিবারের উপার্জনের প্রধান তিনি যদি এই রোগে আক্রান্ত থাকেন। তাহলে তার পরিবারের সন্তানদের পড়াশোনার জন্য আর্থিকভাবে সাহায্য করা হবে। এদিনের অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার অপূর্ব লাল সরকার, ব্লকের দায়িত্ব প্রাপ্ত যক্ষ্মা রোগের দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক সমরেন্দ্র নাথ রায় সহ এলাকার জন প্রতিনিধি ও ক্যানিং থানার আই সি।
Suman Saha