South 24 Parganas News: ভয়াবহ আগুন গড়িয়ায়! বসত বাড়িতে চলছিল বেআইনি গোডাউন

Last Updated:

বিধ্বংসী আগুন গড়িয়া স্টেশন রোডের আনন্দনগর স্কুলের পাশের বাড়িতে লাগে আগুন। সকালেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। পরে সেখানে পৌঁছায় আরও তিনটি ইঞ্জিন। ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রনে আসে আগুন। ঘনবসতিপুর্ণ এলাকা হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা।

#গড়িয়া : বিধ্বংসী আগুন গড়িয়া স্টেশন রোডের আনন্দনগর স্কুলের পাশের বাড়িতে লাগে আগুন। সকালেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। পরে সেখানে পৌঁছায় আরও তিনটি ইঞ্জিন। ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রনে আসে আগুন। ঘনবসতিপুর্ণ এলাকা হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। সোমবার ভোরবেলাতে আগুন লাগে বলে জানা গিয়েছে। বেশ কিছুক্ষণআগুন জ্বলার পরে বাড়ির ছাদের ফাটল দিয়ে ধোঁয়া বেরতে দেখা যায়। আশেপাশের এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন এই ঘটনায়। বাড়িটি ভেঙে পড়লে অন্যান্য বাড়ির মানুষের পক্ষে নিজেদের বাড়ি থেকে বেরনো কঠিন হয়ে যাবে বলে জানা যায়।
বাড়িটির প্রবেশপথ সরু হওয়ায় দমকলের কোনও গাড়ি গলিতে প্রবেশ করত পারেনি। লুপ লাইন তৈরি করে আগুন নেভানোর কাজ চালানো হয়। যদিও এখনও পকেট ফায়ার রয়েছে বলে জানা গিয়েছে। আগুনের উপর প্রাথমিক নিয়ন্ত্রন পাওয়া গেলেও যথেষ্ট বেগ পেতে হয় দমকলকে। যদিও এই অগ্নিকান্ডে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সোনারপুর থানার গড়িয়া তেঁতুলবেড়িযা অনুকূল চন্দ্র রোডে, অনুকূল হাইস্কুলের পাশের পাশের বাড়িটি নামে বসতবাড়ি হলেও দীর্ঘদিন ধরেই আসলে লাউডস্পিকার তৈরির কারখানা ও গুদাম।
advertisement
আরও পড়ুনঃ ২২ জন যক্ষ্মা রোগীর খাবারের দায়িত্ব নিলেন বিধায়ক, খুশি ক্যানিংবাসী
ফলে লাউডস্পিকার তৈরির সমস্ত দাহ্য থেকে অতি দাহ্য পদার্থে ঠাসা তিনতলা বাড়ির পুরোটাই। সেই ভাবে আগুন নেভানোর কোনো ব্যবস্থা নেইবলছেন গুদামের কেয়ারটেকার এবং দমকল আধিকারিক সকলেই। আতঙ্কিত এলাকাবাসীর অভিযোগ, বহুবার বিভিন্ন মহলে অভিযোগ জানিয়ে লাভ হয়নি। কারখানার মালিক এই মুহূর্তে কলকাতার বাইরে। তার পরিচিত এক ব্যক্তি ঘটনাস্থলে এসে সাফাই দিয়েছেন, এটি পঞ্চায়েত এলাকা থাকাকালীনই এখানে কারখানা চলছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সাগরে অজ্ঞাত পরিচয় ব‍্যক্তির দেহ উদ্ধার
এই কাজের অনুমতি এল কী করে এবং সবার নজর এড়িয়ে কীভাবে এই কাজ চলছিল এরকম বহু প্রশ্ন উঠতে শুরু করেছে। কী থেকে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। পাশপাশি আগুন লাগার পড়ে বেশ কিছুটা সময় লাগে তা নেভানোর কাজ শুরু করতে। শিরিশ কাগজ, গদের আঠা, অ্যাঢেসিভের মতো জিনিস প্যাকিং হয়ে এখান থাকতো বলে জানা গিয়েছে।
advertisement
Suman Saha
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ভয়াবহ আগুন গড়িয়ায়! বসত বাড়িতে চলছিল বেআইনি গোডাউন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement