আরও পড়ুন: শুভেন্দুর কনভয়ের গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু? দিঘাগামী রাস্তায় অবরোধ, আগুন
মৃত ইন্দ্রজিৎ হালদারের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার কুলপির আটবাজার এলাকায়। তাঁর মুদিখানা দোকানের মালপত্র কিনতেই তিনি বৃহস্পতিবার সন্ধেয় হটুগঞ্জ মোড়ে এসেছিলেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। বাজার করে বাড়ি ফেরার পথে হটুগঞ্জ মোড়ে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর কাকদ্বীপগামী একটি যাত্রীবোঝাই বাসে তাঁকে সজোরে ধাক্কা মেরে চলে যায়। স্থানীয়রা ছুটে এসে গুরুতর জখম অবস্থায় ইন্দ্রজিৎ হালদারকে ডায়মন্ডহারবার মেডিকেল কলেজে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
এই দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হটুগঞ্জ মোড়ে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ইন্দ্রজিৎ হালদারের দু’বছরের একটি শিশু সন্তান আছে। তাঁর স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। এই অবস্থায় হঠাৎ ওই ব্যবসায়ীর মৃত্যুতে কার্যত ভাষা হারিয়েছে গোটা পরিবার। শোকের পাশাপাশি একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, ছোট সন্তানটির পাশাপাশি আগামী দিনে যে আসতে চলেছে তাদের বড় করে তুলবে কে! এদিকে নিয়ম অনুযায়ী মৃত ব্যবসায়ীর দেহ ময়নাতদন্তের জন্য ডায়মন্ডহারবার পুলিশ মর্গে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।
আনিশ উদ্দিন মোল্লা