এরপর রয়েছে খাওয়ার খরচা। মাথাপিছু প্রায় ২০ হাজার টাকার মত পড়ে সেখানে। লাদাখ ট্যুর বাইকে করতে চাইলে অবশ্যই ৫০ থেকে ৫৫ হাজার টাকা খরচ হবে মাথাপিছু। তবে একা না গিয়ে অনেকের সঙ্গে গেলে খরচ একটু কমবে। বাইকটি আরমদায়ক সঙ্গে ফুয়েল ট্যাঙ্ক বড় হলে ভাল হয় বলে জানিয়েছেন তিনি। গ্রীষ্মকাল লাদাখ ভ্রমণের জন্য উপযুক্ত সময়। এসময় এখানে অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়।
advertisement
আরও পড়ুন: ২০০০ টাকার নোট তুলে নেওয়ার মধ্যেই ৫০০ টাকা নিয়ে ঘটল বিরাট কাণ্ড! জানুন
আরও পড়ুন:
বাইক রাইডাররা কার্গিল হয়ে লাদাখ যেতে পারেন সেক্ষেত্রে পথ কিছুটা কমবে। তবে মানালি হয়েও যাওয়া যায় এই জায়গায়। তবে উচ্চতা অধিক হওয়ায় বেশ কিছু প্রিপারেশান নিয়ে যাওয়া উচিৎ বাইক রাইডারদের এমনই জানিয়েছেন তন্ময় পাল। তিনি নিজে মোবাইলের পার্টস বিক্রেতা হয়ে সেখানে যেতে পারলে, অন্যরাও চেষ্টা করলে যেতে পারবে জানিয়েছেন তিনি। তবে আর দেরি কিসের বাইক নিয়ে আপনিও বের হয়ে পড়ুন লাদাখ ট্রিপের জন্য।
নবাব মল্লিক