TRENDING:

Bike Tour | Ladakh : বাইকে লাদাখ যেতে চান ? তেল থেকে খাওয়া-থাকা খরচ কত? জানুন

Last Updated:

Bike Tour | Ladakh :  ভ্রমণ পিপাসুদের কাছে লাদাখ এক স্বপ্নের স্থান। অনেকেই এখানে যেতে চান বাইক নিয়ে। কিন্তু কত খরচ পড়ে তা জানেন না অনেকেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগণা: ভ্রমণ পিপাসুদের কাছে লাদাখ এক স্বপ্নের স্থান। অনেকেই এখানে যেতে চান বাইক নিয়ে। কিন্তু কত খরচ পড়ে তা জানেননা অনেকেই। সম্প্রতি বাইক নিয়ে লাদাখ ঘুরে এসেছেন লক্ষীকান্তপুরের তন্ময় পাল। তিনি নিউজ ১৮ লোকালকে জানিয়েছেন। মূলত যাতায়াতে ৩৫ হাজার টাকার কাছাকাছি তেলের খরচ হয়েছে। প্রায় ৩৫০০ কিমি পথ অতিক্রম করে পৌঁছাতে হয় সেখানে। গুগল ম‍্যাপে লাদাখ ২৫০০ কিমি পথ দেখালেও সেখানে যেতে তাদের আরও ১০০০ কিমি পথ অতিক্রম করতে হয়েছে।
advertisement

এরপর রয়েছে খাওয়ার খরচা। মাথাপিছু প্রায় ২০ হাজার টাকার মত পড়ে সেখানে। লাদাখ ট‍্যুর বাইকে করতে চাইলে অবশ‍্যই ৫০ থেকে ৫৫ হাজার টাকা খরচ হবে মাথাপিছু। তবে একা না গিয়ে অনেকের সঙ্গে গেলে খরচ একটু কমবে। বাইকটি আরমদায়ক সঙ্গে ফুয়েল ট‍্যাঙ্ক বড় হলে ভাল হয় বলে জানিয়েছেন তিনি। গ্রীষ্মকাল লাদাখ ভ্রমণের জন‍্য উপযুক্ত সময়। এসময় এখানে অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়।

advertisement

আরও পড়ুন:  ২০০০ টাকার নোট তুলে নেওয়ার মধ্যেই ৫০০ টাকা নিয়ে ঘটল বিরাট কাণ্ড! জানুন

আরও পড়ুন:

View More

বাইক রাইডাররা কার্গিল হয়ে লাদাখ যেতে পারেন সেক্ষেত্রে পথ কিছুটা কমবে। তবে মানালি হয়েও যাওয়া যায় এই জায়গায়। তবে উচ্চতা অধিক হওয়ায় বেশ কিছু প্রিপারেশান নিয়ে যাওয়া উচিৎ বাইক রাইডারদের এমনই জানিয়েছেন তন্ময় পাল। তিনি নিজে মোবাইলের পার্টস বিক্রেতা হয়ে সেখানে যেতে পারলে, অন‍্যরাও চেষ্টা করলে যেতে পারবে জানিয়েছেন তিনি। তবে আর দেরি কিসের বাইক নিয়ে আপনিও বের হয়ে পড়ুন লাদাখ ট্রিপের জন‍্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Bike Tour | Ladakh : বাইকে লাদাখ যেতে চান ? তেল থেকে খাওয়া-থাকা খরচ কত? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল