পরিবার সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় তাঁরা একটি মেলাতে গিয়েছিল। রাত দু'টো নাগাদ হঠাৎই খবর পান গুলিবিদ্ধ হয়েছেন দু'জনে। দ্রুত তাঁদের বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসকরা সাজ্জাত মণ্ডলকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ যুবক শারফুদ্দিনকে কলকাতার চিত্তরঞ্জনে স্থানান্তরিত করা হয়। পরে আজ দুপুরে সেখানেই মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুনঃ রাতারাতি খুলল রাজমিস্ত্রীর কপাল! এক টিকিটেই বাজিমাত! কত কোটি জিতলেন?
advertisement
শুটআউটের ঘটনায় বলাই নামে একজন যুক্ত বলে জানিয়েছেন গুলিবিদ্ধ শারফুদ্দিন লস্কর। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা অভিযুক্তর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত কোনও টাকা-পয়সা লেনদেনের কারণেই এই ঘটনা ঘটেছে। তবে যে দু'জন গুলিবিদ্ধ হয়েছেন, তারা একে অপরের অত্যন্ত বন্ধু। তবে তাঁরা কোনওভাবে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়।
তবে কী কারণে এই এই খুন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এলাকায় প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। কী কারনে এই খুন তার পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।
সুমন সাহা