Lottery News|| রাতারাতি খুলল রাজমিস্ত্রীর কপাল! এক টিকিটেই বাজিমাত! কত কোটি জিতলেন?
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
West Bengal Lottery Results: ভাগ্যের খেল নিয়ে ব্যবসা শুরু করেছিলেন চাঁদ মহম্মদ। সেই ভাগ্যের খেলই শীতের মরশুমে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তাঁর কপাল খুলে দিল। ৬ টাকার বিনিময়ে এক কোটি টাকা জিতে নিলেন পেশায় রাজমিস্ত্রী।
#মুর্শিদাবাদঃ ভাগ্যের খেল নিয়ে ব্যবসা শুরু করেছিলেন চাঁদ মহম্মদ। সেই ভাগ্যের খেলই শীতের মরশুমে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তাঁর কপাল খুলে দিল। ৬ টাকার বিনিময়ে এক কোটি টাকা জিতে নিলেন পেশায় রাজমিস্ত্রী।
বর্তমানে অনেকেই লটারির টিকিট কেটে সর্বশান্ত হচ্ছেন। তবে অবশেষে লটারির টিকিটে এক কোটি এক লক্ষ টাকা পেলেন, পেশায় রাজমিস্ত্রী হতদরিদ্র চাঁদ। লটারির টিকিট কেটেই রাতারাতি ভাগ্য বদলে গেল রাজমিস্ত্রীর। যদিও আর আগামীতে লটারি কাটবেন না বলেই প্রতিজ্ঞা নিয়েছেন চাঁদ মহম্মদ। কথায় বলে, লটারিতে পুরস্কার জেতা ভাগ্যের ব্যাপার। কারণ কেউ কেউ বছরের পর বছর টিকিট কিনলেও কোনও পুরস্কার জিততে পারেন না। অনেকের আবার লটারি জিতে ভাগ্য বদলে যায়। তেমনই বদলে গেল চাঁদ মহম্মদের।
advertisement
আরও পড়ুনঃ বাড়ি ঘিরে ধরে গুলি, খাটের নীচে লুকিয়ে প্রাণ রক্ষা! আতঙ্কে কেঁদে ফেললেন ভাঙড়ের তৃণমূল নেতা
মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত সন্তোষপুর গ্রামের বাসিন্দা চাঁদ মহম্মদ। তার তিন ছেলে-মেয়েই নাবালক। স্থানীয়রা জানান, রাজমিস্ত্রীর কাজ করে যত টাকা রোজগার করে প্রায় সবই লটারির টিকিট কেটে টাকা শেষ করে দিতেন চাঁদ। এমনকি তার জায়গা জমি যা ছিল সবই এই লটারির টিকিট কেটে শেষ করেছিলেন। তাই এ বার আর যেন লটারি টিকিট না কাটেন সেই বার্তা দিচ্ছেন এলাকার বাসিন্দারা।
advertisement
advertisement
তবে রাতারাতি লটারির টিকিট কেটে এক কোটি এক লক্ষ টাকা প্রথম পুরস্কার পেয়েছেন বিজেতা চাঁদ মহম্মদ। তিনি জানান, তিনি আর লটারির টিকিট কাটবেন না । তিনি এ বার তার বাড়ির ছোট্ট মুদির দোকান চালাবেন। তবে সন্তোষপুর গ্রামের বাসিন্দা চাঁদ মহম্মদ লটারি জিততেই গ্রামের বাসিন্দারা ভিড় জমাতে শুরু করেছেন তাঁকে দেখার জন্য।
advertisement
কৌশিক অধিকারী
Location :
First Published :
December 07, 2022 11:26 AM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Lottery News|| রাতারাতি খুলল রাজমিস্ত্রীর কপাল! এক টিকিটেই বাজিমাত! কত কোটি জিতলেন?