#কল্যাণ মণ্ডল, ভাঙড়: পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে ভাঙড়৷ এবার গভীর রাতে তৃণমূল নেতার বাড়ি ঘিরে ধরে পর পর গুলি চালানোর অভিযোগ উঠল৷ খাটের নীচে লুকিয়ে কোনওক্রমে প্রাণ বাঁচালেন তৃণমূল নেতা ফজলে করিম৷ দলেই নিজের বিরোধী শিবিরের নেতা কাইজার আহমেদের বিরুদ্ধেই তাঁকে প্রাণে মারার চেষ্টার চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন ওই তৃণমূল নেতা৷
ঘটনার বর্ণনা দিতে গিয়ে আতঙ্কে কেঁদেও ফেলেন আক্রান্ত নেতা ফজলে করিম৷ কাঁদতে কাঁদতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বিচার চেয়েছেন তিনি৷
আরও পড়ুন: কাল ছিলেন বিজেপির সভায়, আজ তৃণমূল নেতৃত্বের পাশে, বীরভূমের সমরকে ঘিরে রহস্য
মঙ্গলবার গভীর রাতে গুলি চালানোর এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় ভাঙড়ের বড়ালি গ্রামে৷ অভিযোগ, তৃণমূল নেতা ফজলে করিমের বাড়ি ঘিরে ধরে করে চালাতে শুরু করে একদল দুষ্কৃতী৷ অন্তত ১২ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ৷ সেই সময় ঘরের ভিতরেই ছিলেন ফজলে করিম৷ প্রাণ বাঁচাতে খাটের নীচে আশ্রয় নেন তিনি৷ অন্তত ১২ রাউন্ড গুলি চলে বলে অভিযোগ৷
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাঙড় থানার পুলিশ৷ যদিও কোনও দুষ্কৃতী ধরা পড়েনি৷ রাতভর পুলিশি পাহারায় থাকেন তৃণমূল নেতা৷ দেখা যায়, বাড়ির দরজা, জানলা তো বটেই, এমন কি, খাটের গায়েও রয়েছে গুলির চিহ্ন৷ সকালেও এলাকায় বোমা পড়ে থাকতে দেখা যায়৷
আরও পড়ুন: 'তৃণমূলের জন্যই ঠাকুরবাড়ির অনেকের প্রাণহানি হয়েছে', শান্তনুর মন্তব্যে বিতর্কের ঝড়
সকালেও ঘটনার বর্ণনা দিতে গিয়ে আতঙ্কে রীতিমতো কাঁপছিলেন ফজলে করিম৷ তাঁর অভিযোগের তির ভাঙড়েরই আর এক দাপুটে তৃণমূল নেতা কাইজার আহমেদের বিরুদ্ধে৷ ঘটনার কথা বলতে গিয়ে কেঁদেও ফেলেন আক্রান্ত তৃণমূল নেতা৷ ফজলে করিম বলেন, 'কয়েকদিন আগে একটা অডিও টেপ ভাইরাল হয়েছিল৷ সেখানে শোনা গিয়েছিল কাইজার আহমেদ এক কোটি টাকার বিনিময়ে ভাঙড় থেকে আইএসএফ-এর প্রার্থী হওয়ার চেষ্টা করছেন৷ আমি এই বিষয় নিয়ে সরব হয়েছিলাম৷ কেন কাইজার দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল, সেই প্রশ্ন তুলেছিলাম৷ তার পর থেকেই ও আমাকে প্রাণে মারার চেষ্টা করছে৷ আমি নিজের স্ত্রী- ছেলেকে নিয়ে থাকি৷ এর আগেও আমার বাড়িতে হামলা হয়েছে, গতকাল খাটের নীচে লুকিয়ে প্রাণ বাঁচিয়েছি৷ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এর বিচার চাইছি৷'
কয়েক দিন আগেই ভাঙড়ের এক তৃণমূল নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির মশলা উদ্ধার করেছিল পুলিশ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আর এক তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠল৷ যদিও এই ঘটনায় কাইজার আহমেদের প্রতিক্রিয়া মেলেনি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।