Tmc | Shantanu Thakur: 'তৃণমূলের জন্যই ঠাকুরবাড়ির অনেকের প্রাণহানি হয়েছে', শান্তনুর মন্তব্যে বিতর্কের ঝড়
- Published by:Suman Biswas
Last Updated:
Tmc | Shantanu Thakur: শান্তনু ঠাকুর বলে, ঠাকুরবাড়ি নিয়ে জঘন্য রাজনীতি হয়েছে বলেই তৃণমূলকে বিদায় দিয়েছে। জঘন্য রাজনীতির ফলে ঠাকুরবাড়ির অনেকে প্রাণহানি হয়েছে।
#অনিরুদ্ধ কির্তনীয়া, বনগাঁ: ঠাকুরবাড়ি নিয়ে তৃণমূল জঘন্য রাজনীতি করেছে বলে ঠাকুরবাড়ির অনেকের প্রাণহানি হয়েছে, বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের। রবিবার ঠাকুরনগরের সভা থেকে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেন ঠাকুরবাড়ি নিয়ে জঘন্য রাজনীতি হচ্ছে। তারা ঠাকুর বাড়ির পাশে আছেন, প্রয়োজনে একাধিকবার ঠাকুরনগরে তারাসভা করবেন।
এ প্রসঙ্গে সোমবার বাগদার সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের কুঠিবাড়ি এলাকায় আদিবাসী পরিবারের মধ্যাহ্নভোজন করার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শান্তনু ঠাকুর বলে, ঠাকুরবাড়ি নিয়ে জঘন্য রাজনীতি হয়েছে বলেই তৃণমূলকে বিদায় দিয়েছে। জঘন্য রাজনীতির ফলে ঠাকুরবাড়ির অনেকে প্রাণহানি হয়েছে। পাশাপাশি তিনি বলেন তৃণমূল স্বীকার করুক ঠাকুরবাড়ি নিয়ে রাজনীতি করছে।
advertisement
advertisement
এদিন শান্তনু ঠাকুর তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, মতুয়াদের কী দরকার, তা বলা তৃণমূল কেউ নয়।'' পাশাপাশি শান্তনু ঠাকুর বলেন, ''এত বার সিএএ নিয়ে আমি বলছি। মন হচ্ছে ননসেন্সদের বোঝাচ্ছি।''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 05, 2022 5:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tmc | Shantanu Thakur: 'তৃণমূলের জন্যই ঠাকুরবাড়ির অনেকের প্রাণহানি হয়েছে', শান্তনুর মন্তব্যে বিতর্কের ঝড়