কালী পুজোর আগে চাম্পাহাটি এলাকায় বহু মানুষ এখানে বাজি কিনতে আসে। তবে কালি পুজোর আগেই বারুইপুর পুলিশ জেলার উদ্যোগে এই চাম্পাহাটি হারাল এলাকায় পুলিশের নাকা চেকিং শুরু হয়ে গিয়েছে যাতে এই সমস্ত এলাকা থেকে শব্দবাজি ও নিষিদ্ধ বাজি কোন রকম ভাবে মানুষ না নিয়ে যেতে পারে। এই নাকা চেকিং করতে গিয়েই গোপন সূত্রে খবর পেয়ে প্রায় পাঁচ লক্ষ টাকার নিষিদ্ধ বাজি উদ্ধার করল পুলিশ, গ্রেফতার করা হল চারজনকে।
advertisement
আরও পড়ুনঃ গ্রামের লক্ষ্মীপুজোয় দুই পাড়ার লড়াই! জমজমাট মথুরাপুরের খোজখিদির
সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর কাটাখাল এলাকা থেকে দুটি মোটর ভ্যান ও একটি অটো থেকে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি আটক করে বারুইপুর থানার পুলিশ। উদ্ধার হয়েছে বিপুল পরিমান নিষিদ্ধ শব্দবাজি। উদ্ধার হয়েছে প্রায় ৭০হাজার চকলেট বোমা,কয়েক হাজার দোদোমা ও কালি পটকা। উদ্ধার হয়েছে হাজার হাজার নিষিদ্ধ আতস বাজিও। যার মধ্যে রয়েছে সেল, রকেট, রং মশাল, তুবড়ি, সাপ বাজি ও আরো অন্যান্য নিষিদ্ধ বাজি।
Suman Saha