South 24 Parganas News: গ্রামের লক্ষ্মীপুজোয় দুই পাড়ার লড়াই! জমজমাট মথুরাপুরের খোজখিদির
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
গ্রামের লক্ষ্মীপুজোয় ২ পাড়ার লড়াইয়ে জমজমাট মথুরাপুরের খোজখিদির। দুটি পাড়ার লক্ষ্মীপ্রতিমা তৈরি করা হয়েছে বিশেষ থিমে। একটি প্রতিমা তৈরি হয়েছে বেত দিয়ে।
#মথুরাপুর : গ্রামের লক্ষ্মীপুজোয় ২ পাড়ার লড়াইয়ে জমজমাট মথুরাপুরের খোজখিদির। দুটি পাড়ার লক্ষ্মীপ্রতিমা তৈরি করা হয়েছে বিশেষ থিমে। একটি প্রতিমা তৈরি হয়েছে বেত দিয়ে। অপর প্রতিমায় প্রকাশ পেয়েছে মায়ের ৫২ রূপ। একই গ্রামের এই ২ টি লক্ষ্মীপুজো এবছর নজর কেড়েছে সকলের। ফলে লক্ষ্মীপুজোর প্রথম দিন থেকে খোজখিদির মুখি হয়েছে স্থানীয় গ্রামবাসীরা। প্রায় ৩ লক্ষাধিক টাকা ব্যায়ে এই ২ টি পুজোর পুজোমন্ডপ ও থিম তৈরি করা হয়েছে।
মাস দুয়েকের অক্লান্ত পরিশ্রমে এই পুজো দুটির পুজোমন্ডপ ও প্রতিমা তৈরি করা হয়েছে। স্থানীয় যুবকরা এই কাজে সহযোগিতা করেছে। খোজখিদির যুবক সংঘ তাদের মন্ডপে তুলে ধরেছে মায়ের ৫২ রূপ। এছাড়াও মন্ডপের বাইরে থেকে সেখানে সুসজ্জিত আলোকসজ্জাও করা হয়েছে। অপরদিকে খোজখিদির মৈত্রি সংঘে তৈরি করা হয়েছে বেতের প্রতিমা। যা প্রতিমার রূপ আরও বৃদ্ধি করেছে।
advertisement
আরও পড়ুনঃ গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ কাকদ্বীপে! আটক দুই
এই পুজো নিয়ে পুজো উদ্যোক্তারা জানান গ্রামের সকলের সহযোগিতায় এই পুজো করা হচ্ছে। এবছর বেশি সংখ্যায় মানুষজন আসছেন এই পুজো দেখতে। মানুষের কাছে এই পুজোর গ্রহণযোগ্যতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। অপরদিকে খোজখিদির যুবক সংঘের সম্পাদক ধনঞ্জয় মিস্ত্রি জানান তাঁদের পুজো এবছর ১৬ তম বর্ষে পদার্পণ করেছে। মায়ের ৫২ রূপ তুলে ধরেছেন তাঁরা। প্রচুর মানুষজন আসছেন এই পুজো দেখতে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পাটুনিঘাটার লক্ষ্মীপুজোয় এবার শস্যের বীজ দিয়ে লক্ষ্মীপ্রতিমা নির্মিত
আগামী ৪ দিন এই উপলক্ষ্যে অনুষ্ঠান চলবে এলাকায়। তবে দুটি পাড়ার মধ্যে মধ্যে যতই প্রতিযোগিতা থাকুক না কেন, গ্রামবাসীরা ২ টি পুজো সমানভাবে উপভোগ করছেন। আগামীদিনে এই পুজোদুটির শ্রীবৃদ্ধি কামনা করেছেন তাঁরা। আপাতত গ্রামের এই ২ টি বড়ো পুজো দেখতে ব্যস্ত আট থেকে আশি সকলেই।
advertisement
Nawab Mallick
Location :
First Published :
October 10, 2022 9:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: গ্রামের লক্ষ্মীপুজোয় দুই পাড়ার লড়াই! জমজমাট মথুরাপুরের খোজখিদির