TRENDING:

Bangla News: প্লাস্টিক বোতল ফেলে দেন? বারুইপুরের স্কুলের বাচ্চারা যা করছে তাক লাগাবে

Last Updated:

 Bangla News: স্কুল থেকেই যদি এই সচেতনতা গড়ে তোলা যায় তবেই আগামীদিনে সুস্থ সবুজ পরিবেশ বজায় রাখা সম্ভব হবে। প্লাস্টিক বোতলের এই ব্যবহার একদিকে ছাত্রদের নিজের হাতে নতুন কিছু করার প্রবণতা বাড়াবে অন্যদিকে সবুজায়ন ঘটবে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা : আজকাল দৈনন্দিন জীবনে প্লাস্টিক ব্যবহার একটা বড় অংশ হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে পরিবেশকে যতটা ক্ষতি করছে তার সঙ্গে সাধারণ মানুষেরও এই প্লাস্টিক ব্যবহারের শরীরে বিভিন্ন রোগ জীবাণু ছড়ানোর একটা বড় অংশের কাজ করছে এই প্লাস্টিক ব্যবহার। তাই বারুইপুর মদারাট পপুলার একাডেমী স্কুলের পক্ষ থেকে এই প্লাস্টিক দূরীকরণ এবং সবুজ বাঁচাও একটি পদক্ষেপ নিয়েছে।
advertisement

এ বিষয়ে স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে পরিবেশের সবুজ রক্ষা করবে পাশাপাশি মানুষের রোগ জীবাণু থেকে রক্ষা পাওয়া একটা বড় ভূমিকা। সেইমতো প্লাস্টিক বোতলের পুনর্ব্যবহার সামার প্রজেক্ট সেলফ ওয়াটারিং পট প্লাস্টিক এর ব্যবহার এখন প্রতিদিনই করতে হয় কিন্তু ব্যবহৃত প্লাস্টিক এর উপযুক্ত রিসাইক্লিং এর অভাবে পরিবেশের এক ভয়ঙ্কর সমস্যায় পরিণত হয়েছে।প্লাস্টিক এবং প্লাস্টিক জাত দ্রব্য যত কম ব্যবহার করা যায় ততোই ভালো । কিন্তু যতদিন না পর্যন্ত বাপকভাবে বায়ো জিজেবেল প্লাস্টিক এর ব্যবহার বাড়ছে ততদিন পর্যন্ত প্লাস্টিক পুনর্ব্যবহার বাড়াতে এবং ব্যবহার কমাতেই হবে ।

advertisement

আরও পড়ুন-ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, দশম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যুতে চাঞ্চল্য এলাকায়

View More

আরও পড়ুন-ছুটে আসছে দলে দলে মানুষ, উপচে পড়ছে ভিড়,হঠাৎ কী এমন হল বসিরহাটে?

স্কুল থেকেই যদি এই সচেতনতা গড়ে তোলা যায় তবেই আগামীদিনে সুস্থ সবুজ পরিবেশ বজায় রাখা সম্ভব হবে। প্লাস্টিক বোতলের এই ব্যবহার একদিকে ছাত্রদের নিজের হাতে নতুন কিছু করার প্রবণতা বাড়াবে অন্যদিকে সবুজায়ন ঘটবে ।এই পদ্ধতিতে গাছ বসানোর কয়েকদিন পর থেকেই পাত্রের নিচে থাকা জল গাছ নিজেই নিয়ে নেবে। পরিচর্যার জন্য প্রতিদিন জল দেওয়ার দরকার নেই।ব্যক্তিগত বা সম্মিলিত উদ্যোগে প্লাস্টিক বোতলের এই পুনর্ব্যবহার যদি করা যায় কিছুটা হলেও পরিবেশ রক্ষা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Bangla News: প্লাস্টিক বোতল ফেলে দেন? বারুইপুরের স্কুলের বাচ্চারা যা করছে তাক লাগাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল