এ বিষয়ে স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে পরিবেশের সবুজ রক্ষা করবে পাশাপাশি মানুষের রোগ জীবাণু থেকে রক্ষা পাওয়া একটা বড় ভূমিকা। সেইমতো প্লাস্টিক বোতলের পুনর্ব্যবহার সামার প্রজেক্ট সেলফ ওয়াটারিং পট প্লাস্টিক এর ব্যবহার এখন প্রতিদিনই করতে হয় কিন্তু ব্যবহৃত প্লাস্টিক এর উপযুক্ত রিসাইক্লিং এর অভাবে পরিবেশের এক ভয়ঙ্কর সমস্যায় পরিণত হয়েছে।প্লাস্টিক এবং প্লাস্টিক জাত দ্রব্য যত কম ব্যবহার করা যায় ততোই ভালো । কিন্তু যতদিন না পর্যন্ত বাপকভাবে বায়ো জিজেবেল প্লাস্টিক এর ব্যবহার বাড়ছে ততদিন পর্যন্ত প্লাস্টিক পুনর্ব্যবহার বাড়াতে এবং ব্যবহার কমাতেই হবে ।
advertisement
আরও পড়ুন-ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, দশম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যুতে চাঞ্চল্য এলাকায়
আরও পড়ুন-ছুটে আসছে দলে দলে মানুষ, উপচে পড়ছে ভিড়,হঠাৎ কী এমন হল বসিরহাটে?
স্কুল থেকেই যদি এই সচেতনতা গড়ে তোলা যায় তবেই আগামীদিনে সুস্থ সবুজ পরিবেশ বজায় রাখা সম্ভব হবে। প্লাস্টিক বোতলের এই ব্যবহার একদিকে ছাত্রদের নিজের হাতে নতুন কিছু করার প্রবণতা বাড়াবে অন্যদিকে সবুজায়ন ঘটবে ।এই পদ্ধতিতে গাছ বসানোর কয়েকদিন পর থেকেই পাত্রের নিচে থাকা জল গাছ নিজেই নিয়ে নেবে। পরিচর্যার জন্য প্রতিদিন জল দেওয়ার দরকার নেই।ব্যক্তিগত বা সম্মিলিত উদ্যোগে প্লাস্টিক বোতলের এই পুনর্ব্যবহার যদি করা যায় কিছুটা হলেও পরিবেশ রক্ষা হবে।
সুমন সাহা