হোম /খবর /উত্তর ২৪ পরগণা /
 ঘর থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ, দশম শ্রেণীর ছাত্রীর মর্মান্তিক মৃত্যুতে চাঞ্চল্য

North 24 Parganas News: ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, দশম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যুতে চাঞ্চল্য এলাকায়

ঘর থেকে দশম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার  তদন্তে পুলিশ

ঘর থেকে দশম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার  তদন্তে পুলিশ

North 24 Parganas News: ১৬ বছরের অরুনিমা বেরা, দশম শ্রেণীতে ছাত্রী। বাবা মায়ের সঙ্গে কোন অশান্তি ছিল না পাশাপাশি কোন ঝগড়া ঝামেলাও ছিল না স্থানীয়রা এমনটাও জানাচ্ছেন। তার কোন প্রেমঘটিত ব্যাপারও ছিল না। তার পরেও তাকে স্থানীয়রা ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

আরও পড়ুন...
  • Share this:

বসিরহাট:  ঘর থেকে দশম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার তদন্তে পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার আটপুকুর গ্রাম পঞ্চায়েতের করঞ্ছতলা গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, বাবা মায়ের একমাত্র মেয়ে ১৬ বছরের অরুনিমা বেরা, দশম শ্রেণীতে ছাত্রী।

বাবা মায়ের সঙ্গে কোন অশান্তি ছিল না পাশাপাশি কোন ঝগড়া ঝামেলাও ছিল না স্থানীয়রা এমনটাও জানাচ্ছেন। তার কোনও প্রেমঘটিত ব্যাপারও ছিল না। তারপরেও তাকে স্থানীয়রা ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তারপর হাড়োয়া থানায় খবর দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানেই চিকিৎসা করা ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন-ছুটে আসছে দলে দলে মানুষ, উপচে পড়ছে ভিড়,হঠাৎ কী এমন হল বসিরহাটে?

আরও পড়ুন-মেয়েকে বাঁচাতে ৫ লক্ষ টাকা প্রয়োজন! সাহায্যের আর্জি বিড়ি শ্রমিক দম্পতির

একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। পাশাপাশি কি কারণে ওই ছাত্রী আত্মহত্যা করলেন? প্রেম ঘটিত ব্যাপার নাকি? বাবা-মায়ের বকাবকি করার জন্য কি না? এর পিছনে অন্য কোন কারণ রয়েছে কি না? সমস্তটাই তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। যদিও পুলিশ জানাচ্ছেন ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ।

জুলফিকার মোল্যা

Published by:Riya Das
First published: