Murshidabad News: মেয়েকে বাঁচাতে ৫ লক্ষ টাকা প্রয়োজন! সাহায্যের আর্জি বিড়ি শ্রমিক দম্পতির

Last Updated:

Murshidabad News: বেসরকারি হাসপাতালে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তাঁরা। মেয়েকে বাঁচাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সকলের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন বাবা আতাবুল মোমিন এবং মা ঝালন বিবি।

+
সামশেরগঞ্জের

সামশেরগঞ্জের এই পরিবার সাহায্য আর্জি জানাচ্ছেন 

মুর্শিদাবাদ: মেয়ের জীবন বাঁচাতে ৫ লক্ষ টাকা প্রয়োজন। বিরল বনম্যারো রোগে আক্রান্ত হয়ে অসহায়তার মধ্যে দিয়েই দিন কাটাচ্ছেন মুর্শিদাবাদের সামসেরগঞ্জের মধ্য চাচন্ড গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রী নাফিসা খাতুন। শরীরের রক্ত উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় কার্যত মৃত্যুর প্রহর গুনছে ১৪ বছরের এই বালিকা। বিপুল পরিমাণ টাকার জোগান দিতে না পেরে কার্যত চিন্তায় ঘুম উড়েছে পরিবারের।
মূলত বিড়ি শ্রমিক অধ্যুষিত এলাকা সামশেরগঞ্জ। সামশেরগঞ্জ ব্লকে প্রায় সকলেই বিড়ি বাঁধে এবং তা দিয়েই সংসার চলে। পেশায় রাজমিস্ত্রি বাবা আতাবুল মোমিন এবং বিড়ি শ্রমিক মা ঝালন বিবি। তিন ছেলে এবং একমাত্র মেয়ে নিয়ে কোনও রকমে সংসার চালালেও বর্তমানে মেয়ের অসুস্থতায় বিপুল অঙ্কের টাকা খরচ হয়েছে। সেই চিন্তায় ঘুম বন্ধ হয়েছে পরিবারের সদস্যদের।
advertisement
advertisement
বর্তমানে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তাঁরা। মেয়েকে বাঁচাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সকলের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন বাবা আতাবুল মোমিন এবং মা ঝালন বিবি। জীবন মৃত্যুর সঙ্গে দিনরাত লড়াই। তাই এই ৫ লক্ষ টাকার চিকিৎসার প্রয়োজনের কারণে কীভাবে এই অধিক পরিমাণ টাকা জোগাড় হবে তা নিয়েই দুশ্চিন্তায় প্রহর গুনছেন পরিবারের সদস্যরা।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: মেয়েকে বাঁচাতে ৫ লক্ষ টাকা প্রয়োজন! সাহায্যের আর্জি বিড়ি শ্রমিক দম্পতির
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement