North 24 Parganas News: ছুটে আসছে দলে দলে মানুষ, উপচে পড়ছে ভিড়,হঠাৎ কী এমন হল বসিরহাটে?
- Reported by:JULFIKAR MOLLA
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
North 24 Parganas News: আগের মত খুব বেশি সার্কাসের তাবুর দেখা মেলেনা৷ তবুও অস্তিত্বের লড়াই চালিয়ে যাচ্ছে সার্কাস শিল্প। এমনই লড়াইয়ে সামিল 'ডায়মন্ড সার্কাস'ও। বর্তমানে সার্কাসের তাঁবু পড়েছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের ভ্যাবলা মাঠে।
বসিরহাট: হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী সার্কাসের দেখা মিলল বসিরহাটে। সময় বদলেছে সাথে সাথে মানুষের চাহিদা ও রুচির পরিবর্তন হয়েছে। একসময় সার্কাস ছিল বিনোদনের বড় মাধ্যম। মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় দেখা যেত সার্কাসের তাবু ৷ আর সেখানে ভিড় জমাত আট থেকে আশি সকল বয়সের মানুষজন ৷ কিন্তু বর্তমানে প্রযুক্তির যুগে অস্তিত্ব সংকটে সার্কাসের। এখন আর আগের মতো খুব বেশি সার্কাসের তাবুর দেখা মেলেনা৷ তবুও অস্তিত্বের লড়াই চালিয়ে যাচ্ছে সার্কাস শিল্প।
এমনই লড়াইয়ে সামিল ‘ডায়মন্ড সার্কাস’ও। বর্তমানে সার্কাসের তাঁবু পড়েছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের ভ্যাবলা মাঠে। সেখানেই তাদের লড়াইয়ের কাহিনি শুনল নিউজ এইট্টিন লোকাল ৷ সার্কাসে জীবজন্তু নিষিদ্ধ হয়েছে অনেক বছর হল ৷ আর তার প্রভাব যে কিছুটা হলেও এই শিল্পে পড়েছে, তা মেনে নিয়েছেন সার্কাস কর্তৃপক্ষ।
advertisement
সার্কাসের জীবজন্তু নিষিদ্ধ হল বর্তমানে জোকারের কারসাজী, ট্রাপিজের দুঃসাহসী খেলা, দড়ির ওপর হাঁটা রোমহর্ষক বাহাদুরির খেলা যা অনায়াসে দেড়-দু’ঘন্টা সময় ধরে টানটান উত্তেজনায় দর্শক আগ্রহ নিয়ে বসে থাকে।
advertisement
আরও পড়ুন- লক্ষ্মীর ভাণ্ডারে ২ হাজার টাকা…! বাংলার প্রত্যেক মহিলা পাবেন চার গুণ বেশি? জানুন বিস্তারিত
সার্কাস কর্তৃপক্ষ ম্যানেজার মহম্মদ হাসনাইন বলেন, ‘আগে বাঘ, সিংহ, হাতির গর্জন শুনলেই মানুষ টের পেয়ে যেত সার্কাসের আসর বসেছে । এখন সেসব অতীত। তবু, আমরা দর্শকদের মনোরঞ্জনে কোনও খামতি রাখিনি। তবুও আগের মত ভিড় না হলেও সার্কাসকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা রয়েছে।’
advertisement
Julfikar Mollya
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 22, 2023 7:13 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ছুটে আসছে দলে দলে মানুষ, উপচে পড়ছে ভিড়,হঠাৎ কী এমন হল বসিরহাটে?









