আরও পড়ুন: নিজের বিয়ে পরে হবে, আগে সেবা… বালাসোরে রেল দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ব্যস্ত এই চিকিৎসক
দক্ষিণ ২৪ পরগনার সমুদ্র তীরবর্তী বকখালি পর্যটকদের অন্যতম আকর্ষের কেন্দ্রবিন্দু। কিছুদিন আগেও উইকেন্ডে এখানে জমজমাট ভিড় হতো। কিন্তু পরিবেশ বদলে যেতে থাকায় আগের থেকে অনেকটাই আকর্ষণ হারিয়েছে বকখালি। আগেই বন্ধ হয়ে গিয়েছিল এখানকার ইকো ট্যুরিজম পার্ক। তারপর পিকনিক গ্রাউন্ড গাছের অভাবে ক্রমশ ন্যাড়া হয়ে উঠতে থাকায় হতাশ পর্যটকরা। গোটা ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী।
advertisement
বকখালির সি বিচ সংলগ্ন এই পিকনিক গ্রাউন্ড সংলগ্ন এলাকা ব্যবহার করা হয় পার্কিং লটের জন্য। ফলে যৎসামান্য অর্থও নেওয়া হয় পর্যটকদের কাছ থেকে। গোটা বছরের নিরিখে সেই অর্থ সংগ্রহের পরিমাণ খুব একটা কম নয়। তবুও এই স্থানটির উন্নতি হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। এই নিয়ে বকখালি-ফ্রেজারগঞ্জ ট্যুরিজম ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন কমিটির সদস্য বিশ্বেশ্বর প্রামানিক জানান, এই বিষয়টি বারবার গঙ্গাসাগর-বকখালি ডেভলপমেন্ট অথরিটি’কে জানানো হয়েছে। কিন্তু কোনও কাজ হয়নি। এই অবস্থায় পর্যটকরা যে ক্রমশ বকখালি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তা মেনে নিয়েছেন তিনি। পার্কিং লট সংলগ্ন এলাকায় নতুন করে গাছ লাগিয়ে এলাকার শ্রীবৃদ্ধি ঘটালে পরিস্থিতি আবার ফিরতে পারে। সেইসঙ্গে গাছের অভাবে এলাকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে বলেও জানান বিশ্বেশ্বর প্রামানিক।
নবাব মল্লিক