Odisha Train Accident: নিজের বিয়ে পরে হবে, আগে সেবা... বালাসোরে রেল দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ব্যস্ত এই চিকিৎসক

Last Updated:

ডাঃ শঙ্খ মণ্ডল জানাচ্ছেন, ‘‘দুর্ঘটনা তো বলে আসে না। এমন পরিস্থিতি হঠাৎ করেই তৈরি হয় ৷ তাই এই সময়টা এত মানুষ যখন বিপদে পড়েছে তাদের পাশে থাকা উচিত আমার। আমি তাই বাড়িতে জানিয়েছি, বিয়ের দিন বদল করা হোক। আমার সঙ্গে সকলে সহমত হয়েছেন।’’

আবীর ঘোষাল, কলকাতা: নিজের বিয়ে পরে হবে, আগে সেবা। বালাসোরের রেল দুর্ঘটনার পরে এভাবেই ব্যস্ত থাকলেন চিকিৎসক শঙ্খ মণ্ডল। বি আর সিং হাসপাতালের এই চিকিৎসক এখনও ব্যস্ত রয়েছেন আহতদের চিকিৎসায়। যদিও আগামী ১১ তারিখ তাঁর বিয়ের দিন স্থির হয়েছিল। সেই মতো চলছিল বিয়ের প্রস্তুতি। কিন্তু বালাসোর বদলে দিল সব কিছু। তাই নিজের জীবনের নতুন পথ চলার আগে, ব্যস্ত থাকলেন নিজের পেশাগত ঝক্কি নিয়েই ৷ যদিও ডাঃ শঙ্খ মণ্ডল জানাচ্ছেন, ‘‘দুর্ঘটনা তো বলে আসে না। এমন পরিস্থিতি হঠাৎ করেই তৈরি হয় ৷ তাই এই সময়টা এত মানুষ যখন বিপদে পড়েছে তাদের পাশে থাকা উচিত আমার। আমি তাই বাড়িতে জানিয়েছি, বিয়ের দিন বদল করা হোক। আমার সঙ্গে সকলে সহমত হয়েছেন।’’
দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল, যে নিকটবর্তী সমস্ত জোন থেকে রেলের হাসপাতালের চিকিৎসকদের বালাসোর পাঠানো হয়। পূর্ব রেলের বি আর সিং হাসপাতাল থেকেও একাধিক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বালাসোরে আসেন৷ তার মধ্যে ছিলেন শঙ্খ-সহ বেশ কয়েকজন। দিনরাত পরিশ্রম করে চলেছেন তারা সকলেই।
advertisement
advertisement
ভুবনেশ্বর এইমস, সোরো হাসপাতাল, বালাসোর হাসপাতাল, কটক হাসপাতাল-সহ একাধিক জায়গায় চলছে চিকিৎসা। এ ছাড়া রেলের তরফে অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প করা হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ‘‘সমস্ত ধরণের সাহায্য করা হচ্ছে। আমাদের জোন থেকে বিভিন্ন রেলকর্মীরা ঘটনাস্থলে গিয়েছেন। এখন মানুষের পাশে দাঁড়ানো সবচেয়ে বড় কাজ ৷ চিকিৎসকরাও তাই করছেন। আমাদের এক চিকিৎসক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন ৷ সকলে তা মনে রাখবে।”
advertisement
যদিও যাকে নিয়ে এত আলোচনা তিনি অবশ্য গোটা বিষয়টাকে স্বাভাবিক ভাবেই দেখছেন।
বাংলা খবর/ খবর/দেশ/
Odisha Train Accident: নিজের বিয়ে পরে হবে, আগে সেবা... বালাসোরে রেল দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ব্যস্ত এই চিকিৎসক
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement