Knowledge: এই দেশে প্রতিনিয়তই যেন ছোটে মদের ফোয়ারা! এমনকী জুটেছে বিশ্বের সবথেকে বেশি মদ্যপানকারী দেশের তকমাও

Last Updated:

Alcoholic Country In The World: ৭৮,৮৭১ বর্গকিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত ছবির মতো সাজানো এই দেশের জনসংখ্যা মাত্র ১ কোটি ৫ লক্ষ।

এই দেশে প্রতিনিয়তই যেন ছোটে মদের ফোয়ারা! এমনকী জুটেছে বিশ্বের সবথেকে বেশি মদ্যপানকারী দেশের তকমাও (Representative Image)
এই দেশে প্রতিনিয়তই যেন ছোটে মদের ফোয়ারা! এমনকী জুটেছে বিশ্বের সবথেকে বেশি মদ্যপানকারী দেশের তকমাও (Representative Image)
বিশ্বের প্রায় সব দেশেই মদ্যপানের চল রয়েছে। আনন্দ, দুঃখ, উৎসব উদযাপন- এই সব কিছুতেই ছোটে মদের ফোয়ারা! কিন্তু সবথেকে বেশি মদ্যপান করা হয় কোন দেশে, সেটা কি জানেন? আজ সেই দেশের গল্পই শুনে নেওয়া যাক।
দেশের বিভিন্ন প্রান্তে মদ্যপান করা হলেও ইউরোপ মহাদেশে এমন কিছু দেশ রয়েছে, যেখানকার মদের সুনাম পৃথিবীজোড়া। এই সব দেশে মদের সাগর বয়ে চলে বললেও অত্যুক্তি হয় না। আসলে এই সব দেশগুলিতে ধান, গমের মতো খাদ্যশস্য চাষ তো হয়ই। সেরকমই আঙুর চাষের জন্যও এখানকার আবহাওয়া ও ভৌগোলিক পরিস্থিতি একেবারে আদর্শ। আর এই আঙুর দিয়েই তৈরি হয় বিভিন্ন ধরনের মদ।
advertisement
advertisement
তবে ইউরোপ তথা গোটা বিশ্বে সবথেকে বেশি মদ্যপান করা হয় চেক রিপাবলিকে। ৭৮,৮৭১ বর্গকিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত ছবির মতো সাজানো এই দেশের জনসংখ্যা মাত্র ১ কোটি ৫ লক্ষ।
বসবাসযোগ্য এই দেশটি সবথেকে নিরাপদ দেশগুলির মধ্যে অন্যতম। এখানকার জনসংখ্যার একটি বড় অংশ বিদেশ থেকে আগত। আবার চেক রিপাবলিককে ‘দুর্গের দেশ’ বলেও অভিহিত করা হয়ে থাকে। কারণ এখানে দু’হাজারেরও বেশি দুর্গ রয়েছে। এখানেই শেষ নয়, খেলাধূলার জগতেও ছোট্ট এই দেশটির অবদান অনস্বীকার্য। বিশেষ করে মহিলা টেনিসে এখানকার মেয়েরা বিশ্বব্যাপী নাম করেছে।
advertisement
মদ্যপানের ক্ষেত্রেও সারা বিশ্বের মধ্যে শীর্ষে রয়েছে এই দেশটি। আসলে চেক রিপাবলিকে মাথাপিছু অ্যালকোহল সেবনের পরিমাণ বিশ্বে সবচেয়ে বেশি। এখানে এক জন মানুষ গড়ে বার্ষিক ২১০.৪ লিটার মদ্যপান করে থাকে। সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে যে, বিশ্বের কোনও দেশেই জনপ্রতি এত বেশি পরিমাণে অ্যালকোহল পান করা হয় না।
advertisement
ভারতীয় স্কেলের হিসেবে পরিমাপ করা যাক। আমাদের দেশে ৭৫০ মিলিলিটারের মদের বোতল পাওয়া যায়। এর নীচে ৩৫০ মিলিলিটার এবং ১৮০ মিলিলিটারের বোতলও রয়েছে। শুধু ভারত নয়, বিশ্বের অধিকাংশ দেশে এটাই পরিমাপ। এবার আসা যাক পেগের প্রসঙ্গে। ছোট পেগ হল ৩০ মিলিলিটার এবং বড় পেগ হয় ৬০ মিলিলিটার পরিমাপের। এই হিসেব থেকে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে যে, চেক রিপাবলিকে প্রতিনিয়ত কত পরিমাণ মদ্যপান করা হয়। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, চেক রিপাবলিকের বাসিন্দারা প্রতিদিন গড়ে ৬০০ মিলিলিটার মদ্যপান করে থাকেন।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Knowledge: এই দেশে প্রতিনিয়তই যেন ছোটে মদের ফোয়ারা! এমনকী জুটেছে বিশ্বের সবথেকে বেশি মদ্যপানকারী দেশের তকমাও
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement