রাস্তার কাজ কিছুটা করার পর বন্ধ হয়ে যায় বলে অভিযোগ স্থানীয়দের। বর্তমানে রাস্তার ১.৫ কিমি অংশে কোনো পিচের আস্তরণ নেই। রাস্তায় তৈরী হয়েছে গর্ত। বর্ষার সময় সেই গর্তে জল জমে ডোবার আকার নেয়। মাঝেমধ্যে সেই গর্তগুলিতে ইটের টুকরো দিয়ে রাস্তা সংস্কার করা হয়। তবে পিচ না দেওয়ায় সেই রাস্তা আবারও খারাপ হয়ে যায়। গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে স্থানীয়রা পুরন্দরপুর হসপিটালে যাতায়াত করেন। মাঝেমধ্যে রাস্তা খারাপ থাকার কারণে দূর্ঘটনা ঘটে।
advertisement
আরও পড়ুনঃ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের টাকা নয়ছয়! বিক্ষোভে উত্তাল কুলপি
বিশেষ করে রাতে হসপিটালে আসতে গেলে রুগীরা খুবই অসুবিধার সম্মুখীন হন। গুরুত্বপূর্ণ এই রাস্তার পাশে ২ টি হাইস্কুল অবস্থিত। প্রতিদিন প্রায় ৫ শতাধিক ছাত্রছাত্রী এই খারাপ রাস্তা দিয়ে স্কুলে যাতায়াত করেন ফলে খুবই অসুবিধা হয় তাদের। এছাড়াও এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় হাজার খানেক স্থানীয় বাসিন্দা নিত্য যাতায়াত করেন।
আরও পড়ুনঃ সাতপাকে বাঁধা পড়লেন ৮ জুটি! কন্যাদায়গ্রস্থ পিতামাতার মুখে হাসি ফোটাল গণবিবাহ
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই রাস্তা সারানোর কথা প্রশাসনের কর্তাব্যক্তিদের কাছে বারবার বলা সত্বেও কোনো কাজ হচ্ছেনা। দ্রুত এই রাস্তা সারানো হলে খুবই ভালো হয়। বেহাল এই রাস্তা নিয়ে কৌতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসন্তী সরকার বলেন এই রাস্তা পঞ্চায়েতের অধীনে নয়। এটি পিডব্লুডির অধীনে রাস্তা। রাস্তার কিছু অংশের কাজ হয়েছে। বাকি অংশ বর্ষার জন্য আটকে আছে। খুব শীঘ্রই রাস্তার কাজ সম্পূর্ণ করা হবে।
Nawab Mallick





