আরও পড়ুন: কাকদ্বীপে গ্যাস সিলেন্ডার থেকে বাড়িতে লাগল আগুন, গুরুতর আহত গৃহকর্তা ও তার স্ত্রী
উত্তর চন্দনপিড়ি, দক্ষিণ চন্দনপিড়ি , দ্বারীকনগর সহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার বাসিন্দাদের যাতায়াতের একমাত্র ভরসা এই রাস্তা।এই রাস্তা সারানোর জন্য একাধিকবার প্রশাসনের কর্তাব্যক্তিরাদের কাছে দারস্থ হয়েও কোনও কাজ হয়নি কখনও। রাস্তা সারানোর জন্য আন্দোলনও করেছেন স্থানীয়রা। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি।
advertisement
আরও পড়ুন: জলের তলায় রাস্তা, নিকাশি ব্যবস্থা বেহাল কাকদ্বীপের কালিকাপুরে
সামনেই রয়েছে দুর্গোৎসব। পুজোর আগে রাস্তা মেরামত না হলে দুর্গোৎসবের আনন্দ মাটি হবে এই এলাকার হাজার হাজার বাসিন্দার। সেজন্য পুজোর আগেই অবিলম্বে এই বেহাল রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। যদিও এই রাস্তা সংস্কারের জন্য ইতিমধ্যে নামখানা বিডিও অফিসের পক্ষ থেকে রাস্তা পরিদর্শন করা হয়েছে। দ্রুত এই রাস্তা সারানো হবে বলে আশ্বাস ও মিলছে। এখন দেখার কবে এই রাস্তার সংস্কার হয়।
নবাব মল্লিক