South 24 Parganas News: কাকদ্বীপে গ্যাস সিলেন্ডার থেকে বাড়িতে লাগল আগুন, গুরুতর আহত গৃহকর্তা ও তার স্ত্রী  

Last Updated:

কাকদ্বীপে গ্যাস সিলেন্ডার থেকে বাড়িতে লাগল আগুন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন গৃহকর্তা ও তার স্ত্রী। তাদেরকে সন্তান অল্পের জন্য রক্ষা পায়।

আগুনে তছনছ রান্নাঘর
আগুনে তছনছ রান্নাঘর
কাকদ্বীপ: কাকদ্বীপে গ্যাস সিলেন্ডার থেকে বাড়িতে লাগল আগুন। এই ঘটনায় গৃহকর্তা তাপস দাস ও তার স্ত্রী গুরুতর আহত হন। তাদেরকে চিকিৎসার জন্য কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, কাকদ্বীপ অক্ষয় নগর শিবপুর এলাকায় রান্না করতে গিয়ে হঠাৎ গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেছিলেন বাড়ির লোকজন। কিন্তু কোনওভাবে আগুন নিয়ন্ত্রণে আসেনি। পরে প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা করে। তাতেও আগুন না নেভায় খবর দেওয়া হয় দমকলকে‌। পরে গ্যাস সিলিন্ডারটিকে কাঁথা ও মোটা চটের বস্তা দিয়ে মুড়ে জলে ফেলে দেওয়া হয়।
আরও পড়ুন:  চলছে মহিলাদের মাছ ধরার প্রতিযোগিতা! ভিডিওতে দেখুন
এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনার পর গ্যাস সার্ভিস সেন্টারের লোকজন ও ঘটনাস্থলে পৌঁছায়। তারা ঠিক কি কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে।এই ঘটনায় তাপস বাবু ও তাঁর স্ত্রী ছাড়াও তাদের এক সন্তান অল্পের জন্য বেঁচে ‌যায়। সে  আহত হলেও ততটা গুরুতর নয়। তাকে হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। যদিও তাপস বাবু ও তাঁর স্ত্রীর এই ঘটনায় গুরুতর আহত হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আগুন লাগার ফলে ঘরটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
advertisement
নবাব মল্লিক
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: কাকদ্বীপে গ্যাস সিলেন্ডার থেকে বাড়িতে লাগল আগুন, গুরুতর আহত গৃহকর্তা ও তার স্ত্রী  
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement