South 24 Parganas News: চলছে মহিলাদের মাছ ধরার প্রতিযোগিতা! ভিডিওতে দেখুন
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
এ অতি বিরল দৃশ্য! পুরুষদের বদলে পুকুরের পাড়ে সার দিয়ে বসে মাছ ধরছেন মহিলারা। দেখুন ভিডিও
দক্ষিণ ২৪ পরগনা: পুকুরের চারিদিকে গোল করে বসে মহিলারা। সকলের হাতে ছিপ। তাতে টপাটপ পড়ছে মাছ। এমন দৃশ্য খুব একটা দেখা যায় না। আর তা দেখতেই ভিড় করছেন গ্রামবাসীরা। রায়দিঘির কৌতলার এমন ছবিই নজর কেড়েছে সকলের।
কৌতলার সিংহেরচকে অবস্থিত পাস-পুকুর। যেখানে মাছ ধরার জন্য পাস দেওয়া হয়। সেই পাস নিয়ে চলে মাছ ধরার প্রতিযোগিতা। এতদিন ছেলেরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করত। তাঁদের জন্য টাকার পরিমান বেশি ছিল। কিন্তু এবার উদ্যোক্তারা মহিলাদের জন্য পাস দেওয়ার ব্যবস্থা করেছেন। পাস পিছু নেওয়া হচ্ছে মাত্র ১০০ টাকা। সকাল থেকে সন্ধে পর্যন্ত দিনের আলো যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত মাছ ধরা যাবে। ছিপ দিয়ে যত খুশি মাছ ধরতে পারবেন প্রতিযোগীরা। সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগাচ্ছেন মহিলা মৎস্য শিকারিরা।
advertisement
advertisement
এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মহিলারা এক একজন ৫ কিলো, ৬ কিলো করে ওজনের বড় বড় রুই, কাতলা ধরছেন। অনেকে আবার বাড়ি থেকে ডেকে এনেছিলেন সহযোগীকে। বাড়ির সকল মহিলার সদস্যরা এসে এই মাছ ধরার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে কেউ পেয়েছেন বড় মাছ। যারা বড় মাছ পেয়েছেন তাঁরা খুবই খুশি। ছোট মাছ পেয়ে হতাশ অনেকেই। মাছ ধরার এই প্রতিযোগিতা দেখতে ভিড় করেছিলেন অনেক গ্রামবাসী। রীতিমত উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই প্রতিযোগিতা মন কেড়েছে সকলের।
advertisement
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Oct 10, 2023 3:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: চলছে মহিলাদের মাছ ধরার প্রতিযোগিতা! ভিডিওতে দেখুন









