এই পার্কটির নাম রবীন্দ্র কানন ও শিশু উদ্যান। সম্প্রতি পার্কের প্রবেশমূল্য ১০ টাকা থেকে বাড়িয়ে ১৫ টাকা করা হয়েছে। তবুও পার্কের বেহাল দশার কোনও পরিবর্তন হচ্ছে না বলে দাবি স্থানীয়দের।
অভিযোগ, পার্কের বিভিন্ন জায়গায় মদের ভাঙা বোতল পড়ে থাকতে দেখা যায়। শিশুদের জন্য নির্ধারিত এই পার্কে কীভাবে মদের ভাঙা বোতল পড়ে থাকে তা নিয়ে প্রশ্ন উঠছে। শিশু উদ্যান নাম হলেও এই পার্ক শিশুদের খেলার অনুপযুক্ত বলে মনে করছেন স্থানীয়রা।
advertisement
আরও পড়ুন: স্বপ্নাদেশ পেয়ে উত্তর বেলগ্রামে বাবা পঞ্চাননের পুজো শুরু করেছিলেন এক ভক্ত
১৯৮৪ সালে কয়েক কোটি টাকা খরচ করে এই উদ্যান তৈরি হয়েছিল। তবে আমফানে এই পার্কের বহু বড় গাছ ভেঙে পড়েছিল। পার্কের মধ্যে থাকা ছাউনি ও কটেজের শেড উড়ে যায়। তারপর থেকেই পার্কের অবস্থা বেহাল হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এই নিয়ে নিশ্চিন্তপুর পঞ্চায়েতের উপপ্রধান বাবলু হালদার বলেন, আমফানের সময় গাছ পড়ে তছনছ হয়েছিল গোটা পার্ক। সেখানে আমরা বনসৃজন করে আগের মত ছন্দে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছি। যেহেতু উদ্যানটি চারিদিকে প্রাচীর দেওয়া নেই সেই জন্য রাতের অন্ধকারে কেউ হয়ত ভেতরে ঢুকে মদ্যপান করছে। ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে।
নবাব মল্লিক