East Bardhaman News: স্বপ্নাদেশ পেয়ে উত্তর বেলগ্রামে বাবা পঞ্চাননের পুজো শুরু করেছিলেন এক ভক্ত

Last Updated:

মঙ্গলকোটের উত্তর বেলগ্রামে মাঘী পূর্ণিমায় বাবা পঞ্চাননের পুজো উপলক্ষে বসে চার দিনব্যাপী বিশাল মেলা। সেখানে দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন

+
title=

পূর্ব বর্ধমান: ফুল, বেলপাতা ও পুজোর অন্যান্য উপাচারের সঙ্গে ভগবানকে দেওয়া হয় মাটির ঘোড়া! এটাই মঙ্গলকোটের উত্তর বেলগ্রামের বাবা পঞ্চানন পুজোর রীতি। এই রীতির সঙ্গে এক অতি প্রাচীন জনশ্রুতি জড়িয়ে আছে।
শোনা যায় বাবা পঞ্চাননের এই পুজো আগে উত্তর বেলগ্রামে হত না। এমনকি তখন বাবা পঞ্চানন রূপী মহাদেবকে মাটির ঘোড়াও দেওয়া হত না। পাশের গ্রাম খুদরুনের দিঘির পাড়ে বহু যুগ আগে বাবা পঞ্চাননের পুজো হত। আর সেই পুজো করতেন উত্তর বেলগ্রামের এক ভক্ত। তার জন্য প্রতিদিন বেশ কিছুটা পথ উজিয়ে পাশের গ্রাম খুদরুনে যেতে হত তাঁকে। লোকশ্রুতি আছে একদিন রাতে ঘুমের সময় মহাদেব তথা বাবা পঞ্চানন ওই পূজারীকে স্বপ্নে দেখা দিয়ে বলেন, তিনি চান নিজের গ্রাম উত্তর বেলগ্রামেই তাঁর পুজো করুক ওই পূজারী। পাশাপাশি জানান, ঘোড়ায় চড়ে আসতে চান তিনি।
advertisement
advertisement
মনে করা হয় বাবা পঞ্চাননের সেই স্বপ্নাদেশ পাওয়ার পরই উত্তর বেলগ্রামে একটি মাটির ঘোড়া এনে আরাধনা শুরু করেন ওই পূজারী। কারণ ভগবান যে বলেছিলেন তিনি ঘোড়ায় চড়ে আসবেন! আর সেই থেকেই উত্তর বেলগ্রামে শুরু হয় বাবা পঞ্চাননের পুজোপাঠ, হোম-যজ্ঞ সহ আরাধনা। সেই থেকে প্রতিবছর মাঘী পূর্ণিমায় বাবা পঞ্চানন তথা গ্রাম্য দেবতার আরাধনায় মেতে ওঠেন এখানকার মানুষ তাঁর পুজো উপলক্ষে গ্রামের মানুষ একটি করে মাটির ঘোড়া উৎসর্গ করে। গ্রামবাসীরা বিশ্বাস করেন তাঁদের দেওয়া ওই ঘোড়ায় চড়েই সারা গ্রাম প্রদক্ষিণ করেন বাবা পঞ্চানন। এই পুজো ঘিরে গ্রামে চার দিনব্যাপী এক বিরাট মেলা বসে। সেখানে যাত্রা, বাউল, লোকগানের আসর বসে। কেবল উত্তর বেলগ্রাম নয়, বাবা পঞ্চানন তথা মহাদেবের এই মেলায় যোগ দিতে দূর দূরান্ত থেকেও বহু মানুষ আসেন।
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: স্বপ্নাদেশ পেয়ে উত্তর বেলগ্রামে বাবা পঞ্চাননের পুজো শুরু করেছিলেন এক ভক্ত
Next Article
advertisement
Hong Kong Fire Update: মৃত বেড়ে ১২৮, এখনও নিখোঁজ দুশো! হংকংয়ের বহুতলে কীভাবে বিধ্বংসী আগুন, শুরু তদন্ত
মৃত বেড়ে ১২৮, এখনও নিখোঁজ দুশো! হংকংয়ের বহুতলে কীভাবে বিধ্বংসী আগুন, শুরু তদন্ত
  • হংকংয়ের বহুতলে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১২৮৷

  • এখনও নিখোঁজ প্রায় দুশো জন৷

  • কীভাবে লাগল আগুন, শুরু তদন্ত৷

VIEW MORE
advertisement
advertisement